EXPLAINED | Virender Sehwag Divorce: ডিভোর্সের পথে শেহওয়াগ! ভাঙছে ২১ বছরের দাম্পত্য জীবন, সিনেমার মতো ছিল প্রেম...

Virender Sehwag Divorce: ২১ বছরের বিবাহিত জীবনের সম্পর্ক শেষ করছেন বীরেন্দ্র শেহওয়াগ! সিনেমার মতো ছিল তাঁর সঙ্গে স্ত্রী আরতি আহলাওয়াতের প্রেম জীবন  

Jan 23, 2025, 19:52 PM IST
1/6

ডিভোর্সের পথে বীরেন্দ্র শেহওয়াগ ও আরতি আহলাওয়াত

Virender Sehwag-Aarti Ahlawat Divorce

এই মুহূর্তে একাধিক মিডিয়ায় একটি খবরই ঝড় তুলে দিয়েছে। খবরের শিরোনামে ভারতীয় ক্রিকেটের ভয়ডরহীন সুপারস্টার বীরেন্দ্র শেহওয়াগ। জানা যাচ্ছে ডিভোর্সের পথে 'নজফগড়ের নবাব'!   

2/6

বীরু-আরতি একে অপরকে আনফলো করেছেন

Virender Sehwag Divorce Rumours

আরতি আহলাওয়াতের সঙ্গে ভাঙছে ২১ বছরের দাম্পত্য জীবন! বীরু-আরতি একে-অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার পর থেকেই এই গুঞ্জন আরও জোরাল হয়েছে। নেটপাড়ায় ঝোড়ো পোস্ট করা বীরু স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন কোনও পোস্টও করেন না।   

3/6

বীরু-আরতির প্রথম দেখা

 Virender Sehwag met his future wife Aarti Ahlawat when he he was 7 years old

জানা যায় শেহওয়াগের সঙ্গে তাঁর হবু স্ত্রী আরতির যখন দেখা হয়েছিল তখন ক্রিকেটারের বয়স ছিল মাত্র ৭ বছর। আরতির বয়স ছিল ৫ বছর। তাঁদের একটি বিয়েবাড়িতে দেখা হয়েছিল। আরতির কাকিমা শেহওয়াগের তুতো ভাইকে বিয়ে করেছিলেন। ফলে বীরু-আরতি আত্মীয় হয়ে ওঠেন।  

4/6

বীরু-আরতির প্রেমপর্ব

Virender Sehwag proposed to Aarti when he was 21 years of age

শেহওয়াগ ২১ বছর বয়সে আরতিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং আরতি কালবিলম্ব না করে হ্যাঁ বলে দেন। এরপর তাঁরা ৩ বছর ধরে ডেটিং করেন। ২০০৪ সালে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে শেহওয়াগ-আরতির বিয়ে হয়। নয়াদিল্লির এক পাঁচ তারা হোটেলে জমকালো বিয়ের আয়োজন করেছিলেন বীরু-আরতি।  

5/6

বীরু-আরতি দুই সন্তানের বাবা-মা

Virender Sehwag and Aarti's Ahlawat Children

শেহওয়াগ এবং আরতির দুই সন্তান রয়েছে। বড় ছেলের নাম আর্যবীর, তাঁর বয়স এখন ১৮ বছর, এবং ছোট ছেলের নাম বেদান্ত, তার বয়স ১৫ বছর। আর্যবীর আবার ক্রিকেট খেলেন বাবার মতোই।  

6/6

শিখর ধাওয়ান ডিভোর্স

Shikhar Dhawan's divorce

২০২১ সালে শেহওয়াগের প্রাক্তন সতীর্থ শিখর ধাওয়ানও বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন। ২০১২ সালে ভারতের তারকা ওপেনার ও বক্সার আয়েশা মুখোপাধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই সময়ে আয়েশা ছিলেন দুই সন্তানের মা। শিখরের সঙ্গে তাঁর সাত বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। ৯ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন ধাওয়ান-আয়েশা! ধাওয়ানের পথেই কী বীরুও?