Asteroids Close to Earth: দৈত্যাকার দুই গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে! জেনে নিন ভয়াল কী কাণ্ড ঘটতে চলেছে...

Two Hazardous Giant Asteroids Close to Earth: পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে প্রহর গোনে মানুষ। তারপর মাথা তুলে দেখে, না! কিছু ঘটেনি। হয়তো কান ঘেঁষে চলে গিয়েছে বিপদ! না, তবে শান্তি নেই। কেননা এমন ঘটেই চলে।

| Dec 03, 2024, 14:09 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে-মাঝেই এমন ঘটে। পৃথিবীর ধ্বংস হয়ে যাবে বলে আমরা অপেক্ষা করে বসে থাকি। তারপর মাথা তুলে দেখি, না! কিছু ঘটেনি। হয়তো একেবারে কান ঘেঁষে চলে গিয়েছে মহাবিপদ! 

1/6

জোড়া পাথর

না তবে শান্তি নেই। কেননা এমন ঘটেই চলে। এবং এার আবারও সেই একই বিপদ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে জোড়া অ্যাস্টেরয়েড। 

2/6

'ম্যাসিভ' 'হ্যাজার্ডাস'

এই কসমিক থ্রেটসকে 'ম্যাসিভ অ্যাস্টেরয়েড' বলা হচ্ছে। বলা হচ্ছে 'পোটেনশিয়ালি হ্যাজার্ডাস'!

3/6

৪৪৭৭৫৫ (২০০৭ জেএক্স২)

প্রথম যে গ্রহাণুটি আছড়ে পড়ার আশঙ্কা সেটি হল-- ৪৪৭৭৫৫ (২০০৭ জেএক্স২), পৃথিবীকে এটি অতিক্রম করবে আজ, ৩ ডিসেম্বর। এটি আমাদের গ্রহের ৫.৫ মিলিয়ন কিমির মধ্যে এসে পড়েছে।  

4/6

২০২০ এক্সআর

অন্যটি হল-- ২০২০ এক্সআর। এটি পৃথিবীর নিকটে আসবে আগামীকাল, ৪ ডিসেম্বর।

5/6

নাসা

নাসার অ্যাস্টেরয়েড ওয়াচ ড্যাশবোর্ড সমানে এই মহাজাগতিক ঘটনার উপর দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। দেখছে এদের অবস্থান, দূরত্ব, গতি, অভিমুখ-- সব। 

6/6

'স্ট্যাচু অফ ইউনিটি'

বলা হচ্ছে, গ্রহাণু দুটি ভারতের 'লার্জেস্ট ল্যান্ডমার্ক' 'স্ট্যাচু অফ ইউনিটি' সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির সমান! এমন হলে তো ভয়ংকর।