Gangasagar: দীর্ঘদিনের স্বপ্নপূরণ! সেতুতে জুড়ছে সাগর, এবার খুব সহজেই সাধের গঙ্গাসাগরে...
Gangasagar bridge: ব্রিজ তৈরি হয়ে গেলে যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুগম হয়ে যাবে।
1/6
এবার খুব সহজেই গঙ্গাসাগরে...
কিরণ মান্না: দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে গঙ্গাসাগরবাসীর। গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপরে তৈরি হচ্ছে ৫ কিলোমিটার দীর্ঘ সেতু। ১৪৩৮ কোটি ৬২ লক্ষ ৩৪ হাজার ৬৫৪ টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে তৈরি হতে চলেছে এই সেতু। ইতিমধ্যেই এই সেতুর টেন্ডার হয়ে গিয়েছে। সেতুর নির্মাণ কাজ ১৪৬০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
2/6
এবার খুব সহজেই গঙ্গাসাগরে...
photos
TRENDING NOW
3/6
এবার খুব সহজেই গঙ্গাসাগরে...
কথায় বলে সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর যেতে গেলে প্রধান যাতায়াতের মাধ্যম লট নাম্বার এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেলের মাধ্যমে পারাপার করতে হত। পারাপারের ক্ষেত্রে ভাটা থাকলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় পুণ্যার্থীদের। পাশাপাশি যারা কাকদ্বীপ থেকে সাগরে যায় কিংবা সাগর থেকে কাকদ্বীপে আসে, তাদেরও মূলত ভরসা ভেসেল।
4/6
এবার খুব সহজেই গঙ্গাসাগরে...
5/6
এবার খুব সহজেই গঙ্গাসাগরে...
আর ভাটা পড়লে দীর্ঘ ২ থেকে ৩ ঘন্টা এই ভেসেল চলাচল বন্ধ হয়ে যায়। তখন একমাত্র ভরসা হয়ে পড়ে ছোট ডিঙি নৌকা। কিন্তু অনেকেই প্রাণভয়ে তাতে যাতায়াত করেন না। এখন ব্রিজ তৈরি হয়ে গেলে যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুগম হয়ে যাবে। একদিকে যেমন সময়ও কম লাগবে, ঠিক তেমনই রোগী যাতায়াত থেকে শুরু করে গাড়ি পারাপারও অনেকটাই সুবিধা হবে।
6/6
এবার খুব সহজেই গঙ্গাসাগরে...
photos