ঠান্ডা ডুয়ার্সে হঠাৎই উষ্ণদেশের এতগুলি প্রাণী! কেন উট চলেছে মুখটি তুলে...
Camels Rescued: পাচার হওয়ার সময় পুলির হাতে ধরা পড়ে পুলিসের হেফাজতেই রয়েছে ১২ উট। কিন্তু পুলিস এখনও পর্যন্ত তাদের ঘরে ফেরাতে পারল না। তাদের নিয়ে কী হবে এই বিভ্রান্তির মধ্যে পড়ে পুলিস ও প্রশাসন। ৪ ফেব্রুয়ারি মালবাজার মহকুমার ক্রান্তি ফাঁড়ির পুলিস পাচার করার সময় আটক করে এই উটগুলিকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উটেরা কি কাঁটা বেছে খায়? পুলিসের এখন লালমোহনবাবুর মতোই অবস্থা! হবে না-ই বা কেন? আসলে পাচার হওয়ার সময় পুলির হাতে ধরা পড়ে পুলিসের হেফাজতেই রয়েছে ১২ উট। কিন্তু পুলিস এখনও পর্যন্ত তাদের ঘরে ফেরাতে পারল না। তাদের নিয়ে কী হবে এই বিভ্রান্তির মধ্যে পড়ে আছে পুলিস ও প্রশাসন। ৪ ফেব্রুয়ারি মালবাজার মহকুমার ক্রান্তি ফাঁড়ির পুলিস পাচার করার সময় আটক করে এই উটগুলিকে। সেই থেকে ক্রান্তি পুলিস ফাঁড়ির পাশেই রাখা হয়েছে উটগুলিকে। ১০ ফেব্রুয়ারি জলপাইগুড়ি আদালতের বিচারক জেলা প্রশাসনকে আদেশ দেয় দ্রুত উটগুলিকে যেখান থেকে নিয়ে আসা হয়েছিল সেখানে ফেরত পাঠাতে। কিন্তু আদেশই সার। ১০ তারিখের পর ১৩ দিন পার হয়ে গিয়েছে। এখনও উটগুলি ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
উটগুলি প্রায় বিবর্ণ
![উটগুলি প্রায় বিবর্ণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/02/23/408002-camel-pic-1.jpg)
উটের গায়ে গন্ধ
![উটের গায়ে গন্ধ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/02/23/408000-camel-pic-2.png)
TRENDING NOW
উটের গতিপ্রকৃতি
![উটের গতিপ্রকৃতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/02/23/407998-camel-pic-3.png)
শরীরের কিছু জায়গায় ক্ষত আছে
![শরীরের কিছু জায়গায় ক্ষত আছে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/02/23/407996-camel-pic-4.png)
উটেরা কি কাঁটা বেছে খায়?
![উটেরা কি কাঁটা বেছে খায়?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/02/23/407992-camel-pic-5.png)