Samrat-Moyna Divorce: ভাঙছে ২২ বছরের সংসার! বিচ্ছেদের পথে সম্রাট-ময়না?

Samrat-Moyna Separation: সম্রাট মুখোপাধ্যায় ও ময়না মুখোপাধ্যায়, ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবন ভেঙে নাকি আলাদা হয়ে যাচ্ছেন তাঁরা। সত্যিই কি তাই? কী বলছেন তাঁরা? 

Feb 08, 2025, 13:15 PM IST
1/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী সম্রাট মুখোপাধ্যায় ও ময়না মুখোপাধ্যায়। টলিপাড়ায় তাঁদের সংসার ভাঙার গুঞ্জন তীব্র। 

2/12

কয়েকদশক হোক বা কয়েকদিন, বিনোদন দুনিয়ায় দাম্পত্যের ভাঙা গড়া নতুন কোনও ব্যাপার নয়। তবে কিছু জুটির দাম্পত্য ভাঙার খবরে এখনও মন খারাপ হয় অনুরাগীদের। 

3/12

দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবন ভেঙে নাকি আলাদা হয়ে যাচ্ছেন তাঁরা। সত্যিই কি তাই? 

4/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

সম্প্রতি বিবাহবার্ষিকীও পালন করেছেন দুজনে। তারপরেই হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠায় হতভম্ব আমজনতা। 

5/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

তাঁদের দুই সন্তানও রয়েছে। এক সাক্ষাত্‍কারে ময়না বলেছিলেন যে স্বেচ্ছায় তিনবার গর্ভপাত করেছিলেন তিনি। তারপর তাঁদের জীবনে আসে যমজ সন্তান। 

6/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের সুখী দাম্পত্যের ছবি। তাহলে হঠাত্‍ কী এমন হল?

7/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

সম্রাট ময়নার গুঞ্জনের শুরু সরস্বতী পুজোর দিন থেকে। সম্রাট ময়নার কিছু মন্তব্যেই শুরু হয় কানাঘুষো।

8/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

আসলে প্রতি বছর নিজের অভিনয় শিক্ষাকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করেন সম্রাট। সেখানে পুজোর আয়োজনে দেখা মেলে না ময়নার। অভিনেতা জানান, তাঁর স্ত্রী অসুস্থ। 

9/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

এরপরেই সোশ্যাল মিডিয়ায় ময়না একটি পোস্টে লেখেন, ‘তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছ আমি কেমন আছি। ঠিক বুঝলাম না কেন। আমি ভালো আছি, ছিলাম আর থাকব’। 

10/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

ময়নার পোস্ট থেকেই প্রশ্ন ওঠে, তবে কি সম্রাট মিথ্যে কথা বলেছিলেন? তাঁরা কি তাহলে কিছু লুকোচ্ছেন?

11/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

তবে গুঞ্জন তীব্র হতেই ফের মুখ খোলেন ময়না। জানান, খুব গুরুতর অসুস্থ হননি তিনি। সম্রাটের মন্তব্যের পরেই সকলে জিজ্ঞাসা করছিলেন, তাই অমন লিখেছিলেন। ডিভোর্সের গুঞ্জন শুরু হওয়ায় আফসোস করতেও দেখা যায় তাঁকে। 

12/12

সম্রাট-ময়নার বিচ্ছেদ!

এমন গুঞ্জনে রীতিমতো বিরক্ত সম্রাট। কটাক্ষ শানিয়ে তিনি বলেন, মানুষ ২২ দিনও একসঙ্গে থাকতে পারে না। সেখানে তাঁরা ২২ বছর আছেন! যা কিছু একটা বলে দিলেই হল না।