Rachna Banerjee | Kalyan Banerjee: চুঁচুড়া উৎসবে রচনার স্টল, 'সরল বলে ওকে ট্রোল হতে হয়', প্রশংসায় পঞ্চমুখ কল্যাণ...

Rachna Banerjee: কিনলেই ডিসকাউন্ট,মিলবে উপরি গিফট, চুঁচুড়া মাঠে স্টল দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই উত্‍সবে বৃহস্পতিবার হাজির ছিলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'সরল বলে অনেক সময় ওকে ট্রোল হতে হয়'।

| Jan 23, 2025, 20:55 PM IST
1/8

চুঁচুড়া উৎসব

বিধান সরকার: চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে আজ থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব। সেই উৎসবে শাড়ি ও বিউটি প্রডাক্টের স্টল দিলেন রচনা।   

2/8

চুঁচুড়া উৎসব

এদিন রচনা বললেন,'যাঁরা কিনবেন তাঁরাই দশ শতাংশ ছাড় পাবে। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়,শাড়ি ফ্রি দেওয়া হবে'।  

3/8

চুঁচুড়া উৎসব

রচনা ক্রিয়েশান নামে বুটিক শাড়ির ব্যবসা রয়েছে সাংসদের। রচনা কেয়ার নামে বিউটি প্রোডাক্টের ব্যবসাও রয়েছে। যা নিয়ে আগামী দিনে স্থায়ী দোকান করার ভাবনা রয়েছে বলে জানান সাংসদ।  

4/8

চুঁচুড়া উৎসব

মেয়েদের শিক্ষিত হবার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর কথা বলেন রচনা।   

5/8

চুঁচুড়া উৎসব

হুগলির সাংসদ আরো বলেন, 'এই কথা আমি দিদি নম্বর ওয়ানে সব সময় বলি'।  

6/8

চুঁচুড়া উৎসব

বিধায়ক অসিত মজুমদার তাঁকে বলেছিলেন একটা স্টল দিতে। তাই তিনি স্টল দিয়েছেন। উৎসব চলবে বারো দিন। বিক্রি বাট্টা ভালোই হবে আশা করছেন।  

7/8

চুঁচুড়া উৎসব

এই উত্‍সবে বৃহস্পতিবার হাজির ছিলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'রচনা যে শাড়িটা পরেছে সেটা খুব সুন্দর। রচনা বলল এটা ওর নিজের কাজ। ও এখানে একটা স্টল দিয়েছে। মেয়েরা শাড়ি দেখবে না এটা তো হতে পারে না'।  

8/8

চুঁচুড়া উৎসব

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'সরল বলে অনেক সময় ওকে ট্রোল হতে হয়'।