Tilak Varma World Record: অবিশ্বাস্য! অসম্ভব! দেশের কপালে জয় 'তিলক' পরিয়ে বিশ্বরেকর্ড বছর বাইশের আগামীর তারকার
Tilak Varma World Record: তিলক ভার্মা যা করলেন, তা অতীতে আর বিশ্বের কোনও ব্যাটার করতে পারেননি...
1/5
ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টি-২০আই
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সীমিত ওভারের (৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ) ক্রিকেটে মুখোমুখি হয়েছে। গত বুধবার কলকাতায় সিরিজের শুভারম্ভ হয়েছে। ইডেন গার্ডেন্সে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০আই স্কোয়াড জস বাটলারদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল। গত শনিবার চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে, ভারত রুদ্ধশ্বাস ম্যাচ ২ উইকেটে জিতে চলতি ৫ ম্যাচের টি-২০আই সিরিজে ২-০ এগিয়ে গেল।
2/5
তিলক ভার্মা
চেন্নাইয়ে একাই সব লাইমলাইট কেড়ে নিয়েছেন বছর বাইশের হায়দরাবাদি বিধ্বংসী ব্যাটার তিলক ভার্মা। ইংরেজদের ১৬৫/৯ রান তাড়া করতে নেমে, ভারত ১০ ওভারের ভিতর ৭৮ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল। তবে তিনে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের স্টার ৫৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারতের কপালে জয় 'তিলক' পরিয়েই ঐতিহাসিক বিশ্বরেকর্ড করে ফেলেছেন সূর্যকুমারের দলের সম্পদ।
photos
TRENDING NOW
3/5
তিলক ভার্মা বিশ্বরেকর্ড
তিলক বিশ্বের (পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে) প্রথম ক্রিকেটার হিসেবে যা করলেন তা অভাবনীয় বললেও কম। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে অপরাজিত থেকে ৩০০+ রান করলেন। ভারতের হয়ে শেষ চার টি-২০আই ইনিংসে তিলকের রান একবার দেখে নেওয়া যাক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিলক ৫৬ বলে ১০৭ রান করেছিলেন, এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৪৭ বলে করেন ১২০। এরপর চলতি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ এবং ৭২ রান করলেন উইকেট না দিয়ে। তাঁর মোট রান দাঁড়াল ৩১৮।
4/5
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দুই আউটের মধ্যে সর্বাধিক রান (পূর্ণ সদস্যের দল)
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দুই আউটের মধ্যে সর্বাধিক রানের নিরিখেও এখন একে) ভারতের তিলক ভার্মা ৩১৮ (১০৭*, ১২০*, ১৯*, ৭২*), দুয়ে নিউ জিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ২৭১ (৬৫*, ১৬*, ৭১*, ১০৪*, ১৫)। তিনে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ২৪০ (৬৮*, ১৭২), চারে ভারতেরই শ্রেয়স আইয়ার ২৪০ (৫৭*, ৭৪*, ৭৩*, ৩৬) ও পাঁচে আরেক অস্ট্রেলীয়- ডেভিড ওয়ার্নার ২৩৯ (১০০*, ৬০*, ৫৭*, ২*, ২০)
5/5
তিলক ভার্মা সকল ভারতীয়দের রেকর্ড ভেঙে দিলেন
photos