Guillain–Barre outbreak in Pune: ১২ দিনে আক্রান্ত ৭৩! ভেন্টিলেশনে ১৪, এবার এই বিরল রোগে বুক কাঁপছে দেশবাসীর...

Guillain–Barre Syndrome: এই বিরল স্নায়ুরোগটি কী? কী হয় এই রোগে? কেন হয় এই রোগ?

Jan 26, 2025, 13:51 PM IST
1/6

পুণে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুণেতে ছড়াচ্ছে বিরল স্নায়ুরোগ গিলান-বারি সিন্ড্রোম। এখনও পর্যন্ত ৭৩ জন আক্রান্ত।

2/6

ভেন্টিলেশান

এঁদের মধ্যে রয়েছেন ৪৭ জন পুরুষ, ২৬ জন মহিলা। ১৪ জন রোগী ভেন্টিলেশানে রয়েছেন।

3/6

আক্রান্ত

শনিবার ছ'জন এই রোগে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামলাতে গঠন করা হয়েছে 'র‍্যাপিড রেসপন্স টিম'।

4/6

ICMR-NIV

বিরল স্নায়ুরোগে বাড়ছে আক্রান্ত। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে ICMR-NIV-তে।  আক্রান্তদের রক্ত, মল, লালারস, থুতু ও মূত্রের নমুনা পরীক্ষার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে।   

5/6

স্নায়ুরোগ

বিরল এই স্নায়ুরোগের প্রাথমিক উপসর্গগুলি খুবই সাধারণ। প্রথম উপসর্গ যেমন হাত-পা দুর্বল হয়ে অসাড় হয়ে যাওয়া। প্রথমে পা দিয়ে শুরু হয়, তারপর হাত ও মুখেও ছড়ায়। 

6/6

সিভিয়ার GBS

সিভিয়ার GBS-এর ক্ষেত্রে কথা বলতে অসুবিধা হয়। খাবার গিলতে অসুবিধা হয়। হতে পারে শ্বাসকষ্টও। এমনকি প্রাণের ঝুঁকি পর্যন্ত হতে পারে।  এই রোগে একজন মানুষের ইমিউনো সিস্টেম ভুল করে শরীরের পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেইন ও স্পাইনাল কর্ড থেকে সারা শরীরে সিগন্যাল যায়।  এছাড়া ডায়রিয়া ও পেটে ব্যথা হয়। সাধারণ খাবারে বিষক্রিয়া বা দূষিত জল থেকেই হয় এই রোগ। মহারাষ্ট্রের পুনেতে গত ৭ দিনেই আক্রান্ত ২২।