Tiger in Purulia: পুরুলিয়ার জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে যমুনা! বাঘিনীকে ধরতে কালঘাম ছুটছে বন দফতরের...
Tiger Jamuna in Raika Forest: ফসল পড়ে রয়েছে মাঠে। জমিতে নষ্ট হচ্ছে সবজি। বাঘিনীর আতঙ্কে মাঠ থেকে ধান ও সবজি ঘরে তুলতে পারছেন না গ্রামবাসীরা। আতঙ্ক!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকা ফসল পড়ে রয়েছে মাঠে। জমিতে নষ্ট হচ্ছে সবজি। বাঘিনীর আতঙ্কে মাঠ থেকে পাকা ধান ও সবজিও ঘরে তুলতে পারছেন না গ্রামবাসীরা। ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বন্ধ হয়ে গিয়েছে রুজি-রোজগার। বন্ধ স্বাভাবিক জনজীবন। আতঙ্কে গ্রাম ছেড়ে বেরোতে পারছেন না গ্রামবাসীরা। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ে স্থান পরিবর্তন করেছে ওই বাঘিনী। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের জঙ্গলে যেতে বা গ্রাম ছেড়ে বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুদিন ধরে তৎপরতার সঙ্গে বাঘিনীকে খাঁচাবন্দি করার চেষ্টা করেও বিফল বন দফতর। এর জেরে আতঙ্ক বাড়ছে এলাকায়। বাঘিনী কবে খাঁচাবন্দী হবে, কবে স্বাভাবিক হবে জনজীবন? সেদিকেই তাকিয়ে বান্দোয়ানবাসী।