লকডাউনে কোষাগার তলানিতে! আয় বাড়াতে অনলাইন মদ বিক্রিতেই ভরসা, কত টাকা ঢোকে রাজ্যের ঘরে?

Jul 12, 2020, 09:17 AM IST
1/5

ফাইল চিত্র

মার্চ মাসের শেষে লকডাউন শুরু হওয়ার পর থেকে রাজ্যের কোষাগার তলানিতে গিয়ে ঠেকেছে। প্রতিমাসের রাজ্যের আয় যেখানে ছিল পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা তা কমে দাঁড়িয়েছে  দুই হাজার কোটি টাকার কম। মে জুন দুই মাসে আয় হয়েছে ৩৩০০ কোটি টাকা। অর্থাৎ মাত্র ৩০ শতাংশ আয় হচ্ছে প্রতি মাসে।  

2/5

ফাইল চিত্র

বার বন্ধ থাকার কারণে মদ বিক্রি থেকে আয় অনেকটাই কমেছে। অনলাইনে মদ বিক্রি করে প্রতিমাসে ৪০ শতাংশ মত আয় হচ্ছে। আগে যেখানে প্রতি মাসের মদ বিক্রি করে আয় হতো হাজার কোটি টাকা এখন তা কমে দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকা। জিএসটি বাবদ আয়ও কমেছে। আগের তুলনায় আয় হচ্ছে ৩০ শতাংশের কিছু বেশি।  

3/5

ফাইল চিত্র

 রেজিস্ট্রেশন বাবদ বছরে আয় হওয়ার কথা ৬৮৭২ কোটি। মদ বিক্রি করে বছরে ১২৭৩১ কোটি আসার কথা।

4/5

ফাইল চিত্র

প্রতি মাসে ৫ হাজার ৫০০ কোটি টাকা আয় হওয়ার কথা। দু মাসে ১১ হাজার কোটি টাকা আয় হওয়ার কথা। হয়েছে মাত্র ৩৩০০ কোটি টাকা।

5/5

ফাইল চিত্র

অনলাইন রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর আর খানিকটা বেড়েছে। যে পরিমাণ আয় হচ্ছে তার বেশিরভাগটাই আসছে অনলাইন রেজিস্ট্রেশন থেকে।