Mehazabien Chowdhury Wedding: প্রথম দেখাতেই প্রেম, ১৩ বছর পর অবশেষে বিয়ের পিঁড়িতে মেহজাবীন...

Mehazabien Chowdhury: বিয়ের গুঞ্জন আর নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। বিয়ের ছবি পোস্ট করে প্রেমের গল্প শোনালেন অভিনেত্রী। 

| Feb 24, 2025, 17:14 PM IST
1/10

মেহজাবীনের বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury)। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন সম্পন্ন হয় তাদের। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা।   

2/10

মেহজাবীনের বিয়ে

অভিনেত্রী লিখেছেন, '৯ এপ্রিল ২০১২- সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। তখন আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখন তিনি রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন'।   

3/10

মেহজাবীনের বিয়ে

'আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম, হাত মিলিয়ে ছিলাম। সেদিন তিনি চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে', লেখেন মেহজাবীন।  

4/10

মেহজাবীনের বিয়ে

পোস্টে আরও লিখেছেন, ;১৩ বছর পর, এখানে আমরা, একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি সাফল্য উদযাপন করছি এবং প্রতিটি বাধা অতিক্রম করছি। সবাই বলে, সাত বছরের বন্ধুত্ব জীবনভর থাকে—আমরা তা প্রায় দ্বিগুণ সময় কাটিয়ে ফেললাম'।   

5/10

মেহজাবীনের বিয়ে

'১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ, আমরা চিরকালের জন্য আমাদের সম্পর্ক বেঁধে ফেলেছি। একে অপরকে হাত ধরাধরি করে এই যাত্রা চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। এই নতুন অধ্যায় শুরু করার সময়, আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি, যাতে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত থাকে সুখী ও একসঙ্গে কাটানোর', লেখেন মেহজাবীন।  

6/10

মেহজাবীনের বিয়ে

বিয়ের দিন মেহজাবীন পরেছিলেন সাদা লেহেঙ্গা। সঙ্গে মানানসই মুক্তো ও সোনার গয়না। অন্যদিকে আদনান পরেছিলেন চকোলেট রঙের শেরওয়ানি।   

7/10

মেহজাবীনের বিয়ে

রবিবার একই রিসোর্টে সম্পন্ন হয়েছে রাজীব ও মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও দুই পরিবারের সদস্যদের পাশাপাশি তারকারাও অনেকেই উপস্থিত ছিলেন।  

8/10

মেহজাবীনের বিয়ে

গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবীন পরেছিলেন বেগুনী রঙের লেহেঙ্গা। এদিন দুজনেই পরেছিলেন একই রঙের পোশাক।   

9/10

মেহজাবীনের বিয়ে

গায়ে হলুদের আগে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে বাংলাদেশের একটি রেস্টুরেন্টে রাজীব ও মেহজাবীনের আংটি বদলের অনুষ্ঠান হয়।  

10/10

মেহজাবীনের বিয়ে

তারকা জুটির বিয়ের আমন্ত্রণপত্রও ভাইরাল। সেখানে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনার সাদর আমন্ত্রণ।’