হাওড়া-শিয়ালদহে বেড়েছে ট্রেনের সংখ্যা, স্বস্তিতে যাত্রীরা

Nov 13, 2020, 10:41 AM IST
1/4

আজ নিয়ে তৃতীয় একশ শতাংশ ট্রেন চালানোর পর কিছুটা স্বস্তি ফিরেছে স্টেশন চত্বরে।   

2/4

তবে ভীড় রয়েছে শিয়ালদহ স্টেশনে। যাত্রীদের দাবি ট্রেনের সংখ্যা বাড়ার কারণে ট্রেনের ভিতরে ভীড় কিছুটা কম।   

3/4

প্রথম দিনের থেকে কিছুটা স্বস্তিতে মিলেছে বলেই জানাচ্ছেন যাত্রীরা।   

4/4

স্যোশাল ডিস্টেন্সিং মানা সম্ভব না হলেও বেশি ট্রেন চালানোয় দ্রুত গন্তব্যে পৌঁছতে পেরে খুশি প্রত্যেকেই। অফিস টাইমের পিক হাওয়ার্সে আরও ট্রেন চালানোর দাবি জানিয়েছেন তাঁরা।