Death in Landslide: ভয়ংকর! মৃত্যুর মিছিল, হাহাকার চারিদিকে, গোটা গ্রাম নিমেষেই শ্মশান...

Death in Landslide: এক জায়গায় নয়। দুই জায়গায় ভুমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইন্দোনেশিয়া এবং উগান্ডায় ভয়ংকর ভুমিধসের ঘটনা ঘটেছে। 

Nov 28, 2024, 18:04 PM IST
1/5

ভয়ংকর ভুমিধস

Terrible landslide

ভয়ংকর ভুমিধসে অন্ততপক্ষে ৫৭ জনের মৃত্যু ঘটেছে। মর্মান্তিক! আহত হয়েছেন অসংখ্য।

2/5

দুই জায়গায়

in two places

এক জায়গায় নয়। দুই জায়গায় ভুমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইন্দোনেশিয়া এবং উগান্ডায় ভয়ংকর ভুমিধসের ঘটনা ঘটেছে। 

3/5

উগান্ডা

Uganda

উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্বদিকের একটি গ্রামে ভূমিধস আঘাত হেনেছে। তবে প্রাকৃতিক এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

4/5

ইন্দোনেশিয়া

Indonesia

অন্যদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর সোমবার থেকে অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহ থেকে মুষলধারে বৃষ্টির কারণে চারটি ভিন্ন জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। 

5/5

ভূমিধস ও আকস্মিক বন্যা

Landslides and flash floods

ভূমিধস ও আকস্মিক বন্যায় ঘরবাড়ি, মসজিদ ও ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিপাত প্রাদেশিক রাজধানী মেদানেও বন্যার সৃষ্টি করেছে, কিছু ভোটকেন্দ্রে একটি আঞ্চলিক নির্বাচনের জন্য ভোট বিলম্বিত করেছে। পাশাপাশি উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রায় ২০টির মতো বাড়ি-ঘর ভেসে গেছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে, প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে।