Cyclone Fengal: আর মাত্র কয়েক ঘণ্টা, আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়!

Nov 28, 2024, 15:27 PM IST
1/5

ঘূর্ণিঝড় ফিনজল...

অয়ন ঘোষাল: নভেম্বরের একেবারে শেষ লগ্নে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বা সারফেস টেম্পারেচার অনেকটাই কম থাকে। তাই খুব বেশি জলীয় বাষ্প টেনে শক্তি বাড়াতে ব্যর্থ হবে ফিনজল। 

2/5

ঘূর্ণিঝড় ফিনজল...

খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটির ল্যান্ডফল ঘটতে চলেছে শনিবার। কাল শুক্রবার ভোরের মধ্যে এটির গঠন সম্পূর্ণ হবে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের আই এবং টেইল স্পষ্ট হবে। 

3/5

ঘূর্ণিঝড় ফিনজল...

ঘূর্ণিঝড়ের নাম ফিনজল দিয়েছে সৌদি আরব। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি শক্তি সঞ্চয় করছে। 

4/5

ঘূর্ণিঝড় ফিনজল...

সর্বশেষ প্রাপ্ত উপগ্রহ চিত্র অনুয়ায়ী পন্ডিচেরী থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। 

5/5

ঘূর্ণিঝড় ফিনজল...

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রাক্কালেই  শ্রীলংকা উপকূল পেরিয়ে যাবে। ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল হবে তামিলনাড়ু উপকূলে। শনিবার-ই এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।