Record-breaking Cold: সভ্যতা কি বরফযুগের দিকে এগোচ্ছে! তাপমাত্রা নামবে স্বাভাবিকের ৫০ ডিগ্রি নীচে, শীতলত্রাসে কাঁপছে...
Feb 20, 2025, 13:33 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতকালীন ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি, জর্জিয়া-সহ একাধিক অঙ্গ রাজ্য। ভয়ংকর বন্যায় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৪ লক্ষ মানুষ। কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এবার জানা গিয়েছে, বুধবার থেকে সপ্তাহের শেষে ভয়ংকর ঠান্ডা পড়তে চলেছে বলে আশঙ্কা।
2/6
যার জেরে ৬ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এবং শীতকালীন ঝড়ের কারণে ব্যাপক ব্যাঘাতের সম্ভাবনা তৈরি হবে। মেরু অঞ্চলের বায়ুর সঙ্গে শক্তিশালী ঝড়ের সঙ্গে মিলিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ংকর ঠান্ডা পড়বে। এই ঝড় মধ্য আটলান্টিক উপকূলে গিয়ে পৌঁছবে।
photos
TRENDING NOW
3/6
এর আগে শীতকালীন ঝড় ও বৃষ্টি, বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে কেন্টাকি, পশ্চিম ভার্জিনিয়া এবং ভার্জিনিয়ার কিছু অংশ। সেই বির্পযয় থেকে এখনও সেখানের মানুষ কাটিয়ে উঠতে পারেনি। এবার এই ভয়ংকর ঠান্ডা এবং তুষারপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে জানা গিয়েছে।
4/6
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেন, 'কেন্টাকির জেফারসন কাউন্টিতে হাইপোথার্মিয়ায় (অর্থাত্ শরীরে তাপমাত্রা যখন ভয়ংকরভাবে নেমে যায়) আরও দুজন মারা গিয়েছে। সকলের জেনে রাখা উচিত যে, আবহাওয়া ভয়ংকর রূপ নিতে চলেছে।'
5/6
তিনি আরও জানিয়েছেন, সপ্তাহজুড়ে এই ঠান্ডা বাতাস আরও তীব্র হবে। এবং শুক্রবারের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ হিমাঙ্কের নীচে তাপমাত্রা চলে যাবে।
6/6
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি। গভর্নর জানিয়েছে, এই ঝড়ের ফলে ফেব্রুয়ারির গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫০ ডিগ্রি নিচে নামবে।