Sundarban: ধেয়ে আসছে ডানা! ফের ভয়ংকর ক্ষয়ক্ষতির চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর...

Cyclone Dana Alert: আবারও ক্ষয়ক্ষতি আশঙ্কা করছে সুন্দরবন বাসিন্দারা। ইতিমধ্যে সুন্দরবন কোষ্টাল ও ঝড়খালি কোষ্টাল থানা পক্ষ থেকে এলাকার যে সমস্ত নদীবাধ গুলো দুর্বল আছে সেগুলোর উপর নজর রাখা হচ্ছে।

Oct 21, 2024, 11:18 AM IST
1/6

প্রসেনজিত্‍ সর্দার: আবারও একটা প্রাকৃতিক দুর্যোগ। অতি ভারী বৃষ্টি বুধ ও বৃহস্পতিবার সতর্কতা সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। 

2/6

এর ফলে আবারও ক্ষয়ক্ষতি আশঙ্কা করছে সুন্দরবন বাসিন্দারা। ইতিমধ্যে সুন্দরবন কোষ্টাল ও ঝড়খালি কোষ্টাল থানা পক্ষ থেকে এলাকার যে সমস্ত নদীবাধ গুলো দুর্বল আছে সেগুলোর উপর নজর রাখা হচ্ছে।

3/6

ইতোমধ্যেই গ্রামের বাসিন্দারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মেরামতের কাজ করবে বলে জানা যাচ্ছে।  

4/6

গোসবা,বাসন্তী, ঝড়খালী, সুন্দরবন কোষ্টাল থানার পক্ষ থেকে মাইকিং প্রচার চালাবে সোমবার। 

5/6

সোমবার থেকে নদী পথে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা করা হবে মৎস্যজীবীদের। এবং যারা মাছ ধরতে বেরিয়ে গেছে নদীতে তাদেরকে আগামীকালকের মধ্যে ফিরে আসার জন্য মাইকিং চালাবে প্রশাসন। 

6/6

যারা নদীর ধারে বসবাস করে তাদের কাছাকাছি কোনও আয়লা বাড়ি বা পাকা কোনও স্কুল বাড়িতে আগে থেকেই চলে যাওয়ার এমনি নির্দেশ প্রশাসনের তরফ থেকে।