কাঁপছে আমেরিকা, ওরা করছে রোম্যান্স!

Jan 15, 2018, 20:59 PM IST
1/6

Photo_1

Photo_1

বিয়ের আগে ফোটোশ্যুট! কোথায় হতে পারে? দিলওয়ালে দুলহানিয়ার মতো সর্ষে খেতে কিংবা পড়ন্ত বিকেলে প্রিন্সেপ ঘাট! একটু ঝুঁকি নিলে পাহাড়ি এলাকা। অথবা বড় জোর গভীর জঙ্গল। তা বলে...

2/6

Photo_2

Photo_2

হ্যাঁ! মাইনাস ৩ ডিগ্রি সেলিসিয়াসে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্ড নদী পুরো বরফে, সেই প্রাক-বিয়ের ফোটোশ্যুট। তাও আবার গরমের পোশাক না পরে... আপনি বলবেন, পাগল তাই না!

3/6

Photo_3

Photo_3

ওই হবু দম্পতির ফোটোগ্রাফার কেলি এলমোরেরও  দুঃসাহস কম নয়। তবে তিনি জানান, এর থেকে সুন্দর জায়গা আর কী হতে পারে। দারুণ রিফ্লেকটিভ এবং প্রকৃতির অমোঘ সৌন্দর্য এই ফোটোশ্যুট আরও মনোরম করে তুলেছে।

4/6

Photo_4

Photo_4

কেলি আরও জানান, প্রথমে এখানে ফোটোশ্যুট হওয়ার পরিকল্পনা ছিল না। সোশ্যাল মিডিয়ায় বাল্ড নদীর এমন অবস্থা দেখে ঠিক করি এখানেই ওই হবু দম্পতির ফোটোশ্যুট করব।

5/6

Photo_5

Photo_5

ফোটোশ্যুটের 'নায়িকা' জানান, এত ভাল ছবি ওঠায় আমি মুগ্ধ। সত্যিই কেলিকে ধন্যবাদ এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলার জন্য।

6/6

Photo_6

Photo_6

ওই হবু দম্পতির বিয়ে আগামী মে মাসে হবে বলে জানিয়েছেন কেলি।