রাগে, দুঃখে বড়সড় সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের শাকিব, দিলেন ইস্তফা
Oct 30, 2019, 14:08 PM IST
1/5
শাকিবের ইস্তফা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পর রাগে, দুঃখে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শাকিব আল হাসান। ক্রিকেটে নিয়ম বদলায় যে সংস্থা সেই এমসিসি-র ক্রিকেট সমিতি থেকে ইস্তফা দিলেন বাংলাদেশের অল রাউন্ডার।
2/5
শাকিবের ইস্তফা
২০১৭ সালে মেরিলিবর্ন ক্রিকেট ক্লাব সমিতিতে যোগ দিয়েছিলেন শাকিব। সিডনি ও বেঙ্গালুরুতে দুটি মিটিংয়েও অংশগ্রহণ করেছিলেন তিনি।
photos
TRENDING NOW
3/5
শাকিবের ইস্তফা
এমসিসি-র এই ক্রিকেট সমিতি বছরে দুবার আলোচনায় বসে। সেখানে অংশ নেন আন্তর্জাতিক ক্রিকেটার ও আম্পায়াররা। ক্রিকেটের নিয়ম-কানুন সংক্রান্ত সুবিধা-অসুবিধা নিয়ে সেই মিটিংয়ে আলোচনা হয়। পরের মিটিং হবে ২০২০ তে শ্রীলঙ্কায়।
4/5
শাকিবের ইস্তফা
এমসিসি-র তরফ থেকে এদিন শাকিবের পদত্যাগ করার কথা জানানো হয়েছে। জানানো হয়েছে, গত দুবছরে শাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
5/5
শাকিবের ইস্তফা
আইসিসির দুর্নীতিদমন শাখার কাছে তথ্য গোপন করেছিলেন শাকিব। বিশ্বের একনম্বর ওডিআই অলরাউন্ডারকে আইসিসি দু বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করেছে। তবে দোষ স্বীকার করে নেওয়ায় এক বছরের শাস্তি আপাতত স্থগিত থাকবে। ২০২০ সালে মাঠে ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।