Severe Cyclone: সমুদ্রের উপরে ছুটছে বীভৎস গতির ঘূর্ণিঝড়! মেঘবৃষ্টিহাওয়ার মহাকায় এই সাইক্লোনের ল্যান্ডফল কি শুক্রবারই?

Severe Tropical Cyclone Zelia: কতটা ধ্বংস ডেকে আনবে এই ঝড়? কোথায় আছড়ে পড়বে? ২০০৭ সালের পরে এত শক্তিশালী ঝড় আর আসেনি? এ-ও কি উষ্ণায়নেরই কুফল, নাকি...

| Feb 13, 2025, 13:43 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগে থেকেই জানা গিয়েছিল ধেয়ে আসছে দু'টি ট্রপিক্যাল সাইক্লোন। যা তৈরি হচ্ছে ভারত মহাসাগরের বুকে। কোন দিকে ছুটে যাবে তা, এ নিয়ে ছিল প্রশ্ন? কতটা ধ্বংস তা ডেকে আনবে, তা নিয়েও ছিল শঙ্কা? কোথায় আসবে এই মহাঝড়? বলা হচ্ছে, ২০০৭ সালের পরে এত শক্তিশালী ঝড় আর আসেনি এখানে!

1/6

২০০৭ সালের পরে...

সমুদ্রের বুকে ফুঁসছে এই ঝড়ের মহাকায় শরীর। বলা হচ্ছে, ২০০৭ সালের পরে এত শক্তিশালী ঝড় আর আসেনি এ অঞ্চলে!

2/6

'জেলিয়া'

ঝড়টির নাম দেওয়া হয়েছে 'জেলিয়া'। শুক্রবার নাগাদ এটির ল্যান্ডফল হতে পারে বলে মনে করা হচ্ছে। ল্যান্ডফল পোর্ট হেডল্যান্ডে। অস্ট্রেলিয়ায়।

3/6

দুর্দান্ত হাওয়া, বিপুল বর্ষা

এই ঝড়ের ভয়ংকর গতি হতে পারে বলে আশঙ্কা। মনে করা হচ্ছে, প্রায় ৩০০ কিমি/ঘণ্টা প্রতি বেগে বইবে হাওয়া। আর বৃষ্টি? প্রায় ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত।

4/6

সাইক্লোনেরই 'আই'

ক'দিন আগেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়ার ভূখণ্ডের দিকে এগোতে থাকা দুটি ঝড় হল-- ভিন্স (Vince),ও তালিয়াহ্ (Taliah)। দুটি সাইক্লোনেরই 'আই' তৈরি হয়ে গিয়েছিল। সেই 'চোখে'র চারপাশে বনবন করে ঘুরছিল ঘন কালো মেঘ। এই চোখই বলে দিচ্ছিল, কতটা ভয়ংকর হতে চলেছে ঝড় দু'টি। পরে এটাই কি হয়ে গেল জেলিয়া?

5/6

অস্ট্রেলিয়ায়

আপাতত অস্ট্রেলিয়ার পিলবারার উত্তরে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটছে এই ঝড়।

6/6

ইভাকুয়েশন

জেলিয়ার ভয়ে বহু ব্যবস্থা আগাম নেওয়া হয়েছে। অতি ব্যস্ত বন্দর বন্ধ রাখা হয়েছে। উড়ান বাতিল করা হয়েছে। ঝড় আছড়ে পড়তে পারার আশঙ্কা আছে এমন অঞ্চল থেকে স্থানীয় অধিবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।