1/5
2/5
photos
TRENDING NOW
3/5
ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "লুঠের টাকায় ভোট, লুঠছে সব নোট। একের পর এক কেলেঙ্কারি। কিন্তু চোরের মায়ের বড় গলা। আপনার সঙ্গে থাকলেই সব সঠিক, না হলেই বদমাশ।" তিনি বার্তা দেন,অনেক হয়েছে আচ্ছে দিন, এবার বিজেপিকে বাদ দিন। অনেক হয়েছে আচ্ছে দিন, দিল্লিতে পরিবর্তন নিয়ে আসুন। বিহার, ইউপি, বাংলায় শূন্য পেতে দিন। দেশ এক রাখতে চাইলে বিজেপিকে বাদ দিন। কৃষক, শ্রমিক, যুবা সম্প্রদায়, মানুষকে আচ্ছে রাখতে বিজেপিকে বাদ দিন।
4/5
শনিবারই সিলভাসায় মেডিক্যাল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে বিরোধীদের একহাত নিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন,যতই জোট করুক, কর্মের ফল থেকে পালাতে পারবে না। কুকর্ম ধাওয়া করছে। মোদী বিরোধী স্বার্থের রাজনীতি খবরের কাগজেই জায়গা পাবে। জনসাধারণের হৃদয়ে দেশ ধ্বংসকারীরা জায়গা পাবে না। জনতার থেকে ওরা বিচ্ছিন্ন, পায়ের তলার জমি সরে গিয়েছে, তাই ব্যাকুল হয়ে ওঠেছে।পশ্চিমবাংলা রাজনৈতিক দলকে কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। ওই রাজ্যে গণতন্ত্রের গলা টিপে দেওয়া হয়। সেখানে একত্র হয়ে গণতন্ত্র বাঁচানোর ভাষণ দিচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনে হত্যার একের পর এক হত্যা হয়েছে। এটা দেখে একটাই কথা মুখে আসছে, বাহ! ক্যায় সিন হ্যায়'।
5/5
photos