Mamata Banerjee: স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা, পরশু শেষ শুনে মমতা বললেন...

Mamata greets Madhyamik candidates: পরীক্ষা কেমন হয়েছে, কী কী পরীক্ষা হয়েছে, তার খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

Feb 18, 2025, 14:07 PM IST
1/5

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে স্কুলে মমতা

Mamata greets Madhyamik candidates

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে সোজা স্কুলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।       

2/5

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে স্কুলে মমতা

Mamata greets Madhyamik candidates

মঙ্গলবারের পরীক্ষা শুরু হওয়ার কিছু পর ভবানীপুরের ইউনাইটেড মিশনারি স্কুলে গিয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।   

3/5

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে স্কুলে মমতা

Mamata greets Madhyamik candidates

পরীক্ষা কেমন হয়েছে, কী কী পরীক্ষা হয়েছে, তার খোঁজ নেন। এরপরই জানতে চান, পরীক্ষা শেষ কবে? পরশু দিন শেষ শুনে যারপর আবার সহাস্যে বলেন, 'বাঁচা যাবে...!'  

4/5

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে স্কুলে মমতা

Mamata greets Madhyamik candidates

একইসঙ্গে তিনি মাধ্যমিকের নাম্বার নিয়ে আরও বলেন, এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে। আগে তো নম্বরই দিত না। এখন তো ৮০-৯০ গড়ে করে দেওয়া হয়েছে উচ্চশিক্ষার সুবিধার্থে।   

5/5

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে স্কুলে মমতা

Mamata greets Madhyamik candidates

এর পাশাপাশি স্কুলভবন রং করলে, তার জন্য আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রং করতে কত কী খরচা পড়বে, তার একটা ছক কষে কালীঘাটের বাড়িতেই মুখ্যমন্ত্রীর যে অফিস আছে, সেখানে জমা দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।