1/8
পুজোয় ঠাকুর দেখতে মন চায় না এমন বাঙালি আছে না কি? বিশেষ করে শহর কলকাতার নামজাদা প্যান্ডেল - প্রতিমা দর্শনে পথে নামে লাখো মানুষের ঢল। আর এখানেই কেঁদে ফেলন কবি। পুজোর সন্ধ্যায় লম্বা লাইনের দাঁড়ানোর আতঙ্কে ঠাকুর দেখার পরিকল্পনা স্থগিত করেন অনেকেই। বন্ধু বান্ধবের কাছ থেকে পাস জোগাড় করতে পারলে ভাল। না পারলে বাতিল হয় ঠাকুর দেখার প্ল্যান। কতই না কাঠখড় পোড়াতে হয় পুজোর একটা পাস জোগাড় করতে। কিন্তু যদি বলি মাত্র ২০০ টাকায় মিলবে। কলকাতার নামি ৪০টি ক্লাবের ঠাকুর দেখার সুযোগ। লাইনে না দাঁড়িয়েই।
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
5/8
7/8
8/8
পাস পেতে bookmyshow.com-এ গিয়ে কলকাতা শহর সিলেক্ট করুন। এর পর সার্চ বারে লিখুন Pujo Pass. সার্চ সাজেশনে সিলেক্ট করুন Pujor Passport 2018 (VIP Pass)। অনলাইনে দাম মেটালেই মিলবে পাস। ৫-১২ অক্টোবরের মধ্যে নর্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করতে হবে পাস। ১৪-১৮ অক্টোবর পর্যন্ত এই পাসে দেখা যাবে ঠাকুর। একটি পাসে ঠাকুর দেখতে পারবেন ২ জন।
photos