Sheikh Hasina: এবার হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ! এতদিনে ভারতকে কী বলতে চলেছেন ইউনূস?

100 Days of Bangladeshs Interim Govt: গত ১০০ দিনে অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। নানা কথা বলেন। জানান, হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদনও জানানো হবে এবার।

| Nov 18, 2024, 14:02 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি হল। এই উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রায় ৪০ মিনিট ভাষণ দেন তিনি। নানা কথা বলেন। জানান, হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হবে। পাশাপাশি গত ১০০ দিনে অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

1/6

হাসিনাকে ফেরাতে মরিয়া

হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবার মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেকথাই স্পষ্ট করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

2/6

ভারতে হাসিনা

হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হবে বলে জানান তিনি। রবিবার জাতির উদ্দেশে ভাষণে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার এবার করা হবে।

3/6

কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাই মাসের শুরু থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই বাংলাদেশও ছাড়েন তিনি। এসে পৌঁছন ভারতে।

4/6

নির্বাচনের রোডম্যাপ!

বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে গত ৮ অগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। প্রধান উপদেষ্টা হন মুহাম্মদ ইউনূস। এদিন ইউনূস বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে। 

5/6

হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ

আর তার পরেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হন ইউনূস। তিনি জানান, গত ১৫ বছরে বহু জনকে গুম করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এতে যারা জড়িত, তারা কোনওভাবেই ছাড় পাবে না।

6/6

হাসিনার বিরুদ্ধে মামলা

হাসিনা দেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। জুলাই-অগস্টে বাংলাদেশে সংঘর্ষে মৃত্যুর কথা উল্লেখ করে ইউনূস। তিনি বলেন, জুলাই-অগস্ট হত্যাকাণ্ডের বিচারের কাজ ভালই এগেচ্ছে।