টানা ১২ দিন অনুসন্ধানের পর গোয়া উপকূলে সন্ধান মিলল ভেঙে পড়া MiG-29K জেটের পাইলট কমান্ডার নিশান্ত সিংয়ের দেহের।
2/5
নৌসেনা সূত্রে খবর, বহু খোঁজাখুঁজির পর সমুদ্রের ৭০ মিটার গভীরে নিশান্তের মৃতদেহ পাওয়া যায়।
photos
TRENDING NOW
3/5
নৌসেনার ওই ট্রেনার MiG-29K জেটটি আরব সাগরে ভেঙে পড়ে ২৬ নভেম্বর।
4/5
দুর্ঘটনা পর ওই বিমানের অন্য এক পাইলটকে উদ্ধার করে নৌসেনা।
5/5
ওই দুর্ঘটনার পর কমান্ডার নিশান্ত সিংয়ের দেহ খুঁজে বের করতে কাজ লাগানো হয় ৯ যুদ্ধ জাহাজ, ১৪ বিমান। ২৯ নভেম্বর ভেঙে পড়া ওই বিমানের কিছু যন্ত্রাংশ খুঁজে পাওয়া গেলেও কমান্ডার নিশান্ত সিংয়ের দেহ এতদিন পাওয়া যায়নি।