Drug Test: পরীক্ষায় 'ফেইল', জরুরি ৯৫ ওষুধ নিম্নমানের! মুঠো মুঠো খাওয়ার আগে সাবধান...

Not of standard quality: কদিন আগেই এক্সপায়ার হয়ে যাওয়া বিষাক্ত স্যালাইন দেওয়ায় প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্য়ে। 

Jan 24, 2025, 13:24 PM IST
1/6

জরুরি ওষুধ নিম্নমানের!

Drug Test

অয়ন শর্মা: ওষুধের পর ওষুধ নিম্নমানের বলে দাগিয়ে দিল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির রিপোর্ট। যার মধ্যে রয়েছে জ্বর, গ্যাসের ব্যথা, অ্যাসিডিটি, হার্টের ওষুধের মতো জরুরি ওষুধও।   

2/6

জরুরি ওষুধ নিম্নমানের!

Drug Test

আগে ৪৪টি ওষুধকে নিম্নমানের বলে বিজ্ঞপ্তি জারি করেছিল সেন্ট্রাল ড্রাগ ল্যাব। এবার আরও ৫১টি ওষুধকে নিম্নমানের বলে জানিয়ে দিল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি।  

3/6

জরুরি ওষুধ নিম্নমানের!

Drug Test

এর পাশাপাশি রাজ্যের টেস্টিং ক্লাবের তরফেও ৮৪টি ওষুধকে নিম্নমানের (NOT STANADARD QUALITY) বলে জানানো হয়েছে। 

4/6

জরুরি ওষুধ নিম্নমানের!

Drug Test

এই ওষুধগুলি সম্পর্কে NOT OF STANDARD QUALITY বলে সতর্কবার্তা পাঠিয়েছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি ।  

5/6

জরুরি ওষুধ নিম্নমানের!

Drug Test

নিম্নমানের ওষুধগুলির মধ্যে রয়েছে গ্যাস, প্যারাসিটামল, হার্ট, অ্যান্টিবায়োটিক, প্রসূতি, স্নায়ু, বদহজম, ডায়ারিয়া চিকিৎসার জন্য জরুরি ওষুধও।  

6/6

জরুরি ওষুধ নিম্নমানের!

Drug Test

প্রসঙ্গত, কদিন আগেই এক্সপায়ার হয়ে যাওয়া বিষাক্ত স্যালাইন দেওয়ায় প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্য়ে। যার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় শাসকদলকে।