Gold Price: সর্বকালের ঐতিহাসিক রেকর্ড! 'আগুনে' সোনার ১০ গ্রামের দাম বাড়তে বাড়তে ছুঁয়ে ফেলল...

10 gram gold record price: গত এক বছরে সোনার দাম বেড়েছে ৩২ শতাংশেরও বেশি।

Jan 24, 2025, 12:40 PM IST
1/6

'আগুনে' সোনা, সস্তা রুপো!

Gold Silver Price

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সর্বকালের রেকর্ড দাম ছুঁল সোনা। কার্যত ধরা-ছোঁয়ার বাইরে যেন চলে গেল সোনার দাম।   

2/6

'আগুনে' সোনা, সস্তা রুপো!

Gold Silver Price

সোনায় হাত দিলেই হাতে ছ্যাঁকা অনেকদিন ধরেই লাগছে। এবার যেন চোখ তুলে দেখতেও ভয় লাগবে!  

3/6

'আগুনে' সোনা, সস্তা রুপো!

Gold Silver Price

১০ গ্রাম সোনার দাম ছুঁল ৮২ হাজার ৯০০ টাকা। গত এক বছরে সোনার দাম বাড়ল ২০ হাজার টাকারও বেশি।  

4/6

'আগুনে' সোনা, সস্তা রুপো!

Gold Silver Price

২০২৪-এর ফেব্রুয়ারিতে সোনার দাম ছিল ৬২ হাজার ৭২০ টাকা। এক বছরে ৩২ শতাংশ বেড়েছে সোনার দাম।

5/6

'আগুনে' সোনা, সস্তা রুপো!

Gold Silver Price

তবে খানিক স্বস্তি দিয়ে রুপোর দাম কমেছে। কেজি প্রতি ৫০০ টাকা কমেছে রুপোর দাম। 

6/6

'আগুনে' সোনা, সস্তা রুপো!

Gold Silver Price

১ কেজি রুপোর দাম ৯৪ হাজার টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৫০০ টাকা।