মোদী থাকলে সবই সম্ভব, রাজ্যকে একটি স্থায়ী সরকার দেবে বিজেপি: ফডণবীস

Nov 23, 2019, 17:55 PM IST
1/5

S 5

S 5

সকালেই ঠিক হয়ে যায় সবকিছু। ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডণবীস। বিকালে এলেন দলের সদর দফতরে। এখনে ফডণবীস বলেন, রাজ্যে একটা স্থায়ী সরকার দিতে পারবে বিজেপি।

2/5

S 4

S 4

দলের নেতাদের ফডণবীস বলেন, মোদী  থাকলে সব সম্ভব।

3/5

S 3

S 3

বেলা গড়াতেই বিরোধীদের আক্রমণের জবাব দিতে নামেন বিজেপি নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, নির্বাচনের প্রচারের শুরু থেকেই ফডণবীসকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছিল।  নির্বাচনে শিবসেনার সাফল্যের পেছনে ওই প্রচারের অবদান রয়েছে।

4/5

S 2

S 2

বেলা গড়াতেই বিরোধীদের আক্রমণের জবাব দিতে নামেন বিজেপি নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, নির্বাচনের প্রচারের শুরু থেকেই ফডণবীসকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছিল।  নির্বাচনে শিবসেনার সাফল্যের পেছনে ওই প্রচারের অবদান রয়েছে।

5/5

s 1

s 1

রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী হল মুম্বই।  এই রাজ্যটিও বিশাল। এরকম এক রাজ্যকে ষড়যন্ত্র করে দখল করার চেষ্টা করেছিল এনসিপি-কংগ্রেস-শিবসেনা। সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।