বাংলা থেকে অভিষেকবাবু নোবেল পেলেন, নাম-বিভ্রাট মুখ্যমন্ত্রীর

Oct 16, 2019, 22:57 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সাংবাদিক বৈঠকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামবিভ্রাট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

2/5

রাজ্যে মন্ত্রিসভার বৈঠকের পর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান মমতা। আর তখনই তাঁকে অভিষেক বলে সম্বোধন করেন। আর একবার নয়, দুবার ভুল করেছেন মুখ্যমন্ত্রী। 

3/5

এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ''বাংলায় আগে অমর্ত্য সেন পেয়েছে। মাদার টেরিজা পেয়েছেন। বাংলা থেকে যাঁরা পেয়েছেন, তার মধ্যে অভিষেকবাবু পেলেন। জগমোহন ডালমিয়া আগে ছিলেন, সৌরভ সুযোগ পেল। বাংলা একটা গর্বের দিকে যাচ্ছে। পুজো কার্নিভালও দেখেছেন আপনারা।'' 

4/5

সাংবাদিক বৈঠকের পর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। 

5/5

মা নির্মলাদেবীর সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, "ভবিষ্যতে যখন যেভাবে পারব রাজ্যের উন্নয়নে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নেব। তিনি যখন কলকাতায় আসবেন, তাঁর সময় অনুযায়ী তাঁকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সামিল করার চেষ্টা করব।'' এখানে অবশ্য ঠিক নাম বলেছেন মমতা।