রাজ্যপালের 'অপমান' নিয়ে মুখ খুললেন না মমতা, আপ্যায়নের ছবি প্রকাশ তৃণমূলের

| Oct 16, 2019, 22:31 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: কার্নিভালে তাঁকে ডেকে নিয়ে গিয়ে অপমান করার অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই অভিযোগ খারিজ করেছে শাসক দল। ২৪ ঘণ্টা পর রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ করল তৃণমূল। তারা দাবি করেছে, ছবিতে স্পষ্ট সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন রাজ্যপাল। 

2/6

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক বৈঠকে রাজ্যপালের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে এনিয়ে মুখ খুলতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,"এব্যাপারে কিছু বলব না।''

3/6

মুখ্যমন্ত্রী এড়িয়ে গেলেও গত ২ দিন ধরে রাজ্যরাজনীতির আলোচ্য বিষয়, মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপালের সংঘাত। 

4/6

কার্নিভাল থেকে বেরানোর সময় প্রশংসা করে গিয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে বলেও ছিলেন, খুব ভালো হয়েছে অনুষ্ঠান। অনেকেই প্রশ্ন তুলেছেন, ৩ দিন পর আচমকা কেন মতবদল করলেন রাজ্যপাল? এর নেপথ্যে কি রাজনীতি?  

5/6

রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড় আসার পর পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না। রাজ্যপালের সমালোচনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

6/6

রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছেন, তাঁকে সেদিন আলাদা বসানো হয়েছিল। সাংবিধানিক প্রধানের মর্যাদা দেওয়া হয়েছিল। তৃণমূল পাল্টা দাবি করেছে, খোদ মুখ্যমন্ত্রী স্বাগত জানিয়েছিলেন রাজ্যপালকে। আর ছবিতেও তাই দেখা যাচ্ছে। তবে বিজেপি প্রশ্ন তুলেছে, কেন রাজ্যপালকে আলাদা মঞ্চে বসানো হল? মূল মঞ্চের সামনেই তো নাচ-গান হয়েছে। সেক্ষেত্রে রাজ্যপালকে তো অবহেলাই করা হয়েছে।