Severe Cyclones: সমুদ্রের উপর দিয়ে ভয়ংকর দৈত্যের মতো অট্টহাস্য করতে-করতে ছুটে আসছে এ কোন বীভৎস ঘূর্ণিঝড়! 'অ্যান্টনি', না, 'আলফ্রেড'?

Severe Tropical Cyclone Anthony or Alfred: জেলিয়া? 'অ্যান্টনি', না, 'আলফ্রেড'? যে ভোটে জিতবে, সেই আকাশ-বাতাস কাঁপাবে। কে হবে সেই সৌভাগ্যবান অথবা দুর্ভাগ্যের অধিকারী? এগুলি ঝড়। তবে চূড়ান্ত নামকরণ এখনও হয়নি।

| Feb 18, 2025, 13:41 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে ভোটে জিতবে, সেই আকাশ-বাতাস কাঁপাবে। কে হবে সেই সৌভাগ্যবান অথবা দুর্ভাগ্যজন? 'অ্যান্টনি', না, 'আলফ্রেড'? এই ঝড়ের নামকরণ এখনও হয়নি। হলে, সেই নামেই পরিচিত হয়ে ছুটে আসবে এই ভয়ংকর ঝড়। আগেই জানা গিয়েছিল এ-অঞ্চলে ধেয়ে আসছে দু'টি ট্রপিক্যাল সাইক্লোন। যা তৈরি হচ্ছে ভারত মহাসাগরের বুকে। বলা হচ্ছিল, ২০০৭ সালের পরে এত শক্তিশালী ঝড় আর আসেনি এখানে!

1/6

জেলিয়া...

না, জেলিয়া নামক ঝড়টিকে নিয়ে খুব হইচই হচ্ছিল। তবে তা মোটামুটি অতীত। জানা হয়ে গিয়েছে, ওই ঝড় আর উপকূলে কোনও তরঙ্গ তুলতে পারবে না!

2/6

'অ্যান্টনি' না 'আলফ্রেড'

পুরনো ঝড়ের প্যারাডাইম শিফট্ ঘটে গিয়েছে। নতুন করে ঝড়ের হোয়ারঅ্যাবাউটস এবার ঠিক করতে হবে। আপাতত দুটি নাম ঠিক হয়েছে-- 'অ্যান্টনি' এবং 'আলফ্রেড'!

3/6

অস্ট্রেলিয়ায়

যে ঝড় নিয়ে এখানে আলোচনা চলছে, সেটি অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার পরবর্তী ঝড়ের নাম কোনটি হবে, আপাতত সেটিই মূল আলোচ্য। 

4/6

প্রধানমন্ত্রী অ্যান্টনি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম অ্যান্টনি আলবানেজ। জানা গিয়েছে, তিনি যেন চান না, তাঁর নামের অনুষঙ্গে কোনও ঝড়ের নাম হোক। তাই তিনি 'অ্যান্টনি' নামটিকে পেরিয়ে ওই তালিকার পরের নাম 'আলফ্রেডে'র দিকে নজর দিতে বলেছেন। 

5/6

আলবানেজ না পিটার

অস্ট্রেলিয়ায় নির্বাচনও হবে। তাতে আলবানেজই মসনদে থাকবেন কিনা,কেউ জানে না। বিপক্ষে আছেন পিটার ডাটন। যদি আলবানেজই ফের জেতেন, তবে একরকম হবে, আর যদি পিটার জেতেন, তাহলে হবে অন্যরকম।

6/6

এক মাসের মধ্যে

মোটামুটি আগামী এক মাসের মধ্যে অস্ট্রেলিয়াকে আগামী ঝড়ের নাম চূড়ান্ত করে ফেলতে হবে। এর জন্য সেখানে ভোটাভুটিও হবে।