মামাবাড়ি গেলে এই দোকানের চপ-মুড়ি খেতেন মমতা, গাড়ি থামিয়ে কিনলেন ২০টি চপ
Jan 30, 2019, 21:39 PM IST
1/7
প্রসেনজিত্ মালাকার: বাড়ির কেয়ারটেকারের ছেলের বিয়ে উপলক্ষে বীরভূমের কুসুম্বা গ্রামে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামবাড়িতেও ঢুঁ দেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে রাস্তার ধারে একটি দোকান থেকে কিনলেন খান কুড়ি চপ।
2/7
ছোটবেলায় প্রায়শই বীরভূমের কুসম্বা গ্রামে মামাবাড়িতে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৫ বছর আবার মামাবাড়িতে হাজির হলেন ভাগ্নী।
photos
TRENDING NOW
3/7
মমতার মামার বাড়ির পাশেই থাকেন কেয়ারটেকার। তাঁর ছেলের বিয়ে উপলক্ষেই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছোটবেলায় এখানকার একটি দোকান থেকে চপ-মুড়ি কিনে খেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সর্বেশ্বর বাউড়ির দোকান আজও ভুলতে পারেননি তিনি।
4/7
মামবাড়ি থেকে ফেরার পথে সর্বেশ্বরের দোকানের সামনে নামলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যের খোঁজখবরও নিলেন। তাঁর দোকানটি সংস্কারের প্রতিশ্রুতিও দেন।
5/7
শুধু ঘুরে দেখাই নয়, ছোটবেলার মতো এদিনও প্রায় কুড়িটি চপ কিনেছেন মুখ্যমন্ত্রী। সর্বেশ্বর বাউড়ি বললেন, মেরেকেটে ২০টাকা দাম হবে। তবে পাঁচশো টাকা দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
6/7
পুরনো দিন স্মরণ করে সর্বেশ্বর বাউড়ি বলেন,''তখন এলাকায় এই একটিই তেলেভাজার দোকান ছিল। এখান থেকে চপ যেত মমতার মামাবাড়িতে''।
7/7
রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও যেভাবে তাঁকে মনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে কারণে আপ্লুত সর্বেশ্বর বাউড়ি। তাঁর কথায়, কাউকে এনআরএস বা পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কালীঘাটে গিয়েছেন বহুবার। ব্রিগেডেও গিয়েছিলেন।