মেট্রোকে কাজের অনুমতি দিয়েছিল পূর্ত দফতর

Sep 06, 2018, 23:30 PM IST
1/8

মেট্রোকে কাজের ছাড়পত্র পূর্ত দফতরের

metro_8

মাঝেরহাট ব্রিজের পাশেই চলছিল জোকা-বিবাদি বাগ মেট্রোর কাজ। ওই মেট্রো প্রকল্পের কাজে ভাইব্রেশনের প্রভাব অর্ধশতাব্দী প্রাচীন মাঝেরহাট ব্রিজে পড়তে পারে বলে মনে করছে রাজ্য সরকার। 

2/8

মেট্রোকে কাজের ছাড়পত্র পূর্ত দফতরের

metro_7

বুধবার দুর্ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসেন, মেট্রোর কাজ চলার সময়ে মনে হত যেন ভূমিকম্প হচ্ছে। 

3/8

মেট্রোকে কাজের ছাড়পত্র পূর্ত দফতরের

metro_6

তদন্ত কমিটি রিপোর্ট না আসা পর্যন্ত জোকা-বিবাদি বাগ মেট্রোর কাজ আপাতত বন্ধ থাকবে বলে এদিন নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

4/8

মেট্রোকে কাজের ছাড়পত্র পূর্ত দফতরের

metro_5

মেট্রোর কাজে যদি ব্রিজের ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে কাঠগড়ায় পূর্ত দফতরও। কারণ, তারাই তো মেট্রোকে কাজের অনুমতি দিয়েছিল

5/8

মেট্রোকে কাজের ছাড়পত্র পূর্ত দফতরের

metro_4

মাঝেরহাট ব্রিজ লাগোয়া এলাকায় মেট্রো প্রকল্পের কাজের কী প্রভাব পড়তে পারে? নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার সময় তা কি খতিয়ে দেখে পূর্ত দফতর? 

6/8

মেট্রোকে কাজের ছাড়পত্র পূর্ত দফতরের

metro_3

মেট্রো প্রকল্পের পাইলিং চলার সময় কম্পন হওয়া স্বাভাবিক। ব্রিজে তার কোনও প্রভাব পড়ছে কিনা তা কি পরীক্ষা করেছিলেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা?

7/8

মেট্রোকে কাজের ছাড়পত্র পূর্ত দফতরের

metro_2

নিয়মিত পরীক্ষা -নিরীক্ষা করা হয়ে থাকলে, কেন ব্রিজের ভগ্নস্বাস্থ্য নজর এড়িয়ে গেল পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের?

8/8

মেট্রোকে কাজের ছাড়পত্র পূর্ত দফতরের

metro_1

প্রশ্নগুলো উঠছেই। পূর্ত দফতরের আধিকারিকরা আরও একটু আগে সতর্ক হলে হয়তো এড়ানো যেত বিপর্যয়। হঠাত্‍ থমকে যেত না জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ।