Royal Bengal Tiger: ভয়ংকর! সুন্দরী 'জিনাত' কি ঢুকে পড়েছে ঝাড়গ্রামে? বেলপাহাড়িতে? শহরের জঙ্গলে? শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত...
Royal Bengal Tiger on Bengal-Jharkhand: বাঘটি সুস্থ আছে, বর্তমানে ঝাড়খণ্ডে রয়েছে। ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারী টাইগার রিজার্ভ থেকে এটিকে সিমিলিপালে আনা হয়েছিল। জঙ্গলে ছেড়ে দেওয়ার আগে তার গলায় রেডিও কলার লাগিয়ে দেওয়া হয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রাম জেলা জুড়ে। কয়েকদিন ধরে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গতিবিধি নজরে আসে। তার আক্রমণে বেশ কিছু গবাদি পশুর মৃত্যু এবং আহত হওয়ার ছবিও ভাইরাল হয়। ঝাড়খণ্ড সীমান্ত-লাগোয়া হওয়ায় ঝাড়গ্রামেও বাঘের আতঙ্ক ছড়ায়। এ বিষয়ে ঝাড়গ্রাম বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঝাড়খণ্ডে তিন বছর বয়সী বাঘিনী (রয়্যাল বেঙ্গল টাইগার)-র অস্তিত্বের কথা স্বীকার করে নেন। না, কলকাতায় বাঘের আতঙ্ক এখনই তৈরি হয়নি। হবেও না হয়তো। বিষয়টা বিশুদ্ধ মজার স্তরেই আছে। কিন্তু বাঘের পক্ষে ১০০ থেকে ১৫০ কিমি দূরত্ব কি খুব অনতিক্রম্য?