Kolkata Metro: ফের মেট্রোয় মরণঝাঁপ! যুবকের উপর দিয়ে চলে গেল ৩ বগি...

Metro Suicide: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। ঝাঁপ দেওয়ায় যুবকের দেহ আটকে যায় দুই বগির মাঝে। উদ্ধার করতে প্রায় ১ ঘণ্টা লাগল।

Feb 10, 2025, 21:09 PM IST
1/6

অয়ন ঘোষাল: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ঘটনা।

2/6

জানা গিয়েছে, মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার পর তিনটি বগি চলে যায় যুবকের ওপর দিয়ে।  

3/6

দ্বিতীয় এবং তৃতীয় বগির মাঝামাঝি আটকে পড়ে যুবক। জানা গিয়েছে, যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০। 

4/6

দুটি বগির মাঝের যে জায়গা অর্থাত্‍ ভেস্টিভিউলে আটকে পড়ে  যুবকের দেহ। যার ফলে দেহ উদ্ধার করতে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়। লাইন থেকে প্ল্যাটফর্মে দেহ আনতে প্রায় ১ঘণ্টা সময় লাগে।

5/6

ঘটনার জেরে চাঁদনী চক, এস প্ল্যানেড এবং পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ।

6/6

তবে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলছে। এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। ৮.৫৫ থেকে স্বাভাবিক পরিষেবা চালু হয়েছে, জানিয়েছেন মেট্রো জনসংযোগ আধিকারিক।