উল্লেখ্য, গতবার মহম্মদ সেলিম ও দীপা দাশমুন্সির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেলিম জয়ী হন। প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাইকে প্রার্থী করেও চতুর্থ হয় তৃণমূল। বিজেপি ছিল তিন নম্বরে।
6/6
২০১৪-র মত ২০১৬ লোকসভা নির্বাচনেও রায়গঞ্জে চতুর্মুখী লড়াই। এবার কি মূল লড়াই হবে সেই সেলিম আর দীপার মধ্যেই? নাকি ভোট কাটাকাটিতে সুবিধে হবে বিজেপি বা তৃণমূলের? রায়গঞ্জের অলিতেগলিতে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।