রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর সভার মাঠে জল, হেলিকপ্টার নামা নিয়ে অনিশ্চয়তা

Apr 09, 2019, 11:57 AM IST
1/6

উত্তরবঙ্গ সফরের সপ্তম দিনে আজ রায়গঞ্জে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে রায়গঞ্জে, তারপর ইসলামপুরে।    

2/6

এদিকে সোমবার সারা রাতের পর মঙ্গলবার সকালেও বৃষ্টিতে জল থই থই মুখ্যমন্ত্রীর সভার মাঠ।  

3/6

মাঠ থেকে জল না বের করলে হেলিকপ্টার কী করে নামবে? তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।  

4/6

জোর কদমে চলছে মাঠ থেকে জল তোলার কাজ। জল তুলতে মগ-বালতি নিয়ে মাঠে নেমে পড়েছেন কর্মীরা।    

5/6

উল্লেখ্য, গতবার মহম্মদ সেলিম ও দীপা দাশমুন্সির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেলিম জয়ী হন। প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাইকে প্রার্থী করেও চতুর্থ হয় তৃণমূল। বিজেপি ছিল তিন নম্বরে।  

6/6

২০১৪-র মত ২০১৬ লোকসভা নির্বাচনেও রায়গঞ্জে চতুর্মুখী লড়াই। এবার কি মূল লড়াই হবে সেই সেলিম আর দীপার মধ্যেই? নাকি ভোট কাটাকাটিতে সুবিধে হবে বিজেপি বা তৃণমূলের? রায়গঞ্জের অলিতেগলিতে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।