শুভ্রাংশু আসছেন? সে তো মমতাও লাইন দিয়ে আছেন, জবাব মুকুলের

Apr 21, 2019, 17:44 PM IST
1/5

মৌমিতা চক্রবর্তী: শুভ্রাংশু রায় কি বিজেপিতে যোগদান করতে চলেছেন? রবিবার রাজ্য বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন মুকুল রায়। 

2/5

বিজেপি নেতা মুকুল রায়ের কথায়,''শুভ্রাংশু পরিণত ও সাবালক। জল্পনা তো অনেক কিছুই হতে পারে। মমতাও তো লাইন দিয়ে আছে''।

3/5

মুকুল রায় দল ছাড়ার পর তৃণমূলে খানিকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন শুভ্রাংশু রায়। কিন্তু দল ছাড়েননি। বছর ঘুরলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শনিবার ফেসবুকে মুকুলপুত্র লিখেছেন, 'অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গেছে'।  

4/5

রাণাঘাটে মোদীর সভামঞ্চে শুভ্রাংশু রায় গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে খবর। মুকুল বলেন,''এই প্রশ্ন শুভ্রাংশুকে করুন। সে দু'দুবার বিধায়ক হয়ে গিয়েছে''। 

5/5

তৃতীয় দফার নির্বাচনের আগে সমস্ত থানার ওসিদের বদলির দাবিও তোলেন মুকুল রায়। একইসঙ্গে মমতাকে তাঁর খোঁচা, বাংলাদেশি অভিনেতাদের ডেকে প্রচার করছেন মমতা। এবার ইমরান খানকেও ডেকেছেন।