৫০০ টাকা দিয়ে মিছিলের লোক ভাড়া করেছিলেন দিলীপ, অভিযোগ তৃণমূলের

Apr 21, 2019, 16:56 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: টাকা দিয়ে মিছিলে লোক আনার অভিযোগ উঠল দিলীপ ঘোষের বিরুদ্ধে।

2/5

শনিবার মনোনয়নপত্র পেশের আগে মেদিনীপুরে যজ্ঞ করেন দিলীপ ঘোষ। এরপর হাজার খানেক কর্মীকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী।   

3/5

ওই মিছিলে ৫০০ টাকা ও প্যাকেট দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে তৃণমূল। এনিয়ে নির্বাচন কমিশনের শরণাপন্ন হচ্ছে তারা।  

4/5

পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, ৫০০ টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছিলেন দিলীপ। দেওয়া হয়েছিল প্যাকেটও। ওই সংক্রান্ত ছবিও রয়েছে তাঁর হতে। তা জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। 

5/5

তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, হারার ভয়ে ভিত্তিহীন অভিযোগ করছে তৃণমূল।