Kapil Sharma | Rajpal Yadav: পাকিস্তান থেকে খুনের হুমকি মেইল কপিল শর্মাকে! রাজপাল-রেমোকেও...

Kapil Sharma,Rajpal Yadav get death threat: মেইল পাওয়ার ৮ ঘণ্টার মধ্যে মেইল-এর জবাব চাওয়া হয়েছে। নইলে...

Jan 23, 2025, 11:43 AM IST
1/6

খুনের হমকি কপিল-রাজপালকে!

Kapil Sharma,Rajpal Yadav get death threat

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার খুনের হুমকি দেওয়া হল কমেডিয়ান কপিল শর্মাকে। আগেই এই হুমকি পাওয়ার তালিকায় রয়েছেন রাজপাল যাদব, রেমো ডি সুজা, সুগন্ধা প্রমুখ।  

2/6

খুনের হমকি কপিল-রাজপালকে!

Kapil Sharma,Rajpal Yadav get death threat

পুলিস সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে এই খুনের হুমকি মেইল পাঠানো হয়েছে কপিল শর্মা সহ রাজপাল, রেমো সবাইকে। খুনের হুমকি পাওয়ার ঘটনায় অম্বালি থানায় অভিযোগ দায়ের করেন কপিল শর্মা।   

3/6

খুনের হমকি কপিল-রাজপালকে!

Kapil Sharma,Rajpal Yadav get death threat

বার বার বলিউড তারকাদের এভাবে খুনের হুমকি পাওয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয়ের উদ্দেশে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। জনৈক বিষ্ণু নামের কেউ এই মেইলটি পাঠিয়েছে বলে মেইল-এ উল্লেখ।   

4/6

খুনের হমকি কপিল-রাজপালকে!

Kapil Sharma,Rajpal Yadav get death threat

মেইলে লেখা, "আমরা তোমার সাম্প্রতিক কাজকর্মের উপর নজর রাখছি। আমরা মনে করছি, একটা স্পর্শকাতর বিষয় তোমার নজরে আনা গুরুত্বপূর্ণ। এটা কোনও পাবলিসিটি স্টান্ট বা তোমায় হেনস্থা করার জন্য নয়। আমরা অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্ব দিয়ে তুমি এই মেসেজ দেখবে ও গোপন রাখবে।"  

5/6

খুনের হমকি কপিল-রাজপালকে!

Kapil Sharma,Rajpal Yadav get death threat

পুলিস সূত্রে খবর, মেইল পাওয়ার ৮ ঘণ্টার মধ্যে মেইল-এর জবাব চাওয়া হয়েছে। নইলে তারকাদের তাঁদের ব্যক্তিগত জীবনে ও কাজের জায়গায় ফল ভুগতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে।       

6/6

খুনের হমকি কপিল-রাজপালকে!

Kapil Sharma,Rajpal Yadav get death threat

প্রসঙ্গত,গত অক্টোবরে রাজপাল যাদবের বান্দ্রার বাড়ির সামনেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হন রাজনীতিক বাবা সিদ্দিকি। খুনের হুমকি পেয়েছেন সলমন খানও। পাশাপাশি, অতি সম্প্রতি বাড়ির মধ্যেই আততায়ীর হাতে ছুরি হামলায় গুরুতর জখম হন সইফ আলি খান। ৬ বার ছুরির কোপ মারা হয় তাঁকে।