Pele’s Tomb: বিশ্বের উচ্চতম সমাধিস্থলে পেলে, সোনার কফিনে শায়িত 'ব্ল্যাক পার্ল'! কাঁদছেন ভক্তরা

May 16, 2023, 20:13 PM IST
1/7

বিশ্বের উচ্চতম সমাধিস্থলে পেলে

Inside Pele’s tomb in world’s tallest cemetery

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ ডিসেম্বর, ২০২২। জীবনের ময়দান ছেড়েছিলেন এডসন আরান্তেস দি নাসিমেন্তো পেলে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 'ফুটবল সম্রাট'। ৮২ বছর বয়সে জীবনাবসান হয় ব্রাজিলিয়ান কিংবদন্তির। ২০২০ সালের ২৫ নভেম্বর দিয়েগো মারাদোনা প্রয়াত হয়েছিলেন। তাঁর মৃত্যুর দু'বছর পর ফের অভিভাবকহীন হয়েছিল ফুটবল। কথায় বলে কিংবদন্তিদের মৃত্যু হয় না। তাঁরা বেঁচে থাকেন অনুগামীদের মনে।   

2/7

পেলের সমাধি

Pele’s Tomb

'ব্ল্যাক পার্ল' সোনার কফিনে শায়িত এখন। বিশ্বের উচ্চতম সমাধিস্থলে হিসেবে গিনেস বিশ্বরেকর্ড করেছে স্যান্টোসের নেক্রোপোল একুমেনিয়া মেমোরিয়াল সিমেট্রি। ১৫ তলার এই সমাধিস্থলে এখন সাধারণের প্রবেশাধিকার রয়েছে। পেলেকে শ্রদ্ধা জানাতে আসছেন অনুরাগীরা।    

3/7

সোনার সম্মান তাঁর জন্যই

Pele was laid to rest on January 3 in a golden casket

গত ৩ জানুয়ারি এখানে সোনার কাসকেটে রাখা হয়েছে পেলের দেহ

4/7

ক্রস আলাদা করে টানে চোখ

The tomb is topped with a cross

পেলের সমাধির ওপর খোদাই করা হয়েছে একটি বিরাট ক্রস  

5/7

কফিনের গায়েও গল্প

The side of the coffin is etched with striking detail of his playing career

পেলের কফিনে খোদাই রয়েছে তাঁর কেরিয়ারের বিবরণ। তাও চোখ টানবে।

6/7

চোখে জল পেলের ছেলের

Pele's son, Edson Cholbi Nascimento, was moved to tears during the opening

পেলের ছেলে এডসন নাসিমেন্টো উদ্বোধনে এসে চোখের জল ধরে রাখতে পারেননি।

7/7

পেলের সমাধিতে এসে কেঁদে ফেলেছেন ফ্যানরা

 Fans have flocked to visit the tomb of the late Pele

পেলের সমাধিতে এসে কেঁদে ফেলেছেন ফ্যানরা। বুক ভাঙা সেই ছবিই ধরা পড়েছে বারবার