Home Image: 
Sourav Ganguly: মহারাজ এ কী সাজে! পঞ্চমীতে চুপিসারে অনাথ আশ্রমে দাদা...
Domain: 
Bengali
Home Title: 

মহারাজ এ কী সাজে! পঞ্চমীতে চুপিসারে অনাথ আশ্রমে দাদা...

English Title: 
sourav ganguly is at apanjan orphanage home in panchami
Slide Photos: 

এই অনাথ আশ্রমে কিছু মানসিক ভারসাম্যহীন বাচ্চা আছে, যাদের বাড়ির লোক হাওড়া স্টেশন, পার্ক সার্কাস স্টেশনে ছেড়ে চলে গিয়েছে। উল্লেখ্য, এই আশ্রমে মহারাজ আগেও এসেছেন, তাদের জন্য করেছেন আগেও।

 

এই অনাথ আশ্রমের নাম আপনজন। পঞ্চমীর দিন সেখানে গিয়ে সৌরভ বাচ্চাদের হাতে তুলে দেন নতুন জামা। এছাড়াও দেন চকোলেট, বই, খাতা, পেন-পেনসিল।

বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ এবার বহন করবেন সৌরভ। 

জানা গিয়েছে, এই হোমের সঙ্গে যুক্ত হয়ে দাদা বাচ্চাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজোর যে বছরই সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতায় থাকেন, তাঁকে সাধারণত দেখতে পাওয়া যায় পাড়ার পুজোয়। কিন্তু এবছর মহারাজকে দেখা গেল অন্য কোথাও। সকলের অজান্তে সৌরভ পঞ্চমীর দিন পৌঁছে গেলেন অনাথ আশ্রমে।

 

Publish Later: 
No
Publish At: 
Tuesday, October 8, 2024 - 19:41
Mobile Title: 
মহারাজ এ কী সাজে! পঞ্চমীতে চুপিসারে অনাথ আশ্রমে দাদা...
Facebook Instant Gallery Article: 
No