Dipa Karmakar Retires: জিমন্যাস্টিক্স থেকে অবসর ভল্ট রানির! ৩১ বছরে থামলেন দীপা 'প্রদুনোভা' কর্মকার
Dipa Karmakar Retires: দীপা কর্মকার জিমন্য়াস্টিক্সকে বলেলেন না। চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেটদুনিয়ায়।
1/5
দীপা কর্মকারের জিমন্যাস্টিক্সকে না
2/5
দীপা কর্মকার অবসর
দীপা তাঁর অবসরের বার্তায় লিখেছেন, 'অনেক সিদ্ধান্তের পরেই জিমন্যাস্টিক্স থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তবে এক দমই সহজ ছিল না এই সিদ্ধান্ত নেওয়া। তবে মনে হয়েছে এটাই অবসেরর সঠিক সময়। জিমন্যাস্টিক্স আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। কখনও আমি সফল হয়েছি। কখনও ব্যর্থ হয়েছি।'
photos
TRENDING NOW
3/5
দীপার প্রদোনুভা ভল্ট
রিও অলিম্পিক্সে প্রোদুনোভা ভল্টে চমকে দিয়েছিলেন দীপা। অল্পের জন্য পদক জিততে পারেননি। প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করতে পারেননি দীপা। মাঝখানে দীপা কোথাও যেন হারিয়ে গিয়েছিলেন। ডোপ টেস্টে দোষী প্রমাণিত হওয়ায় ২১ মাস নির্বাসনের আঁধারে ছিলেন তিনি। নির্বাসন ও ঠিক সময়ে নাম না পাঠানোর কারণে দীপার প্য়ারিসে যাওয়া হয়নি।
4/5
দীপা কর্মকারের কৃতিত্ব
5/5
দীপা অবসরের পর কী করবেন!
photos