1/7
2/7
photos
TRENDING NOW
4/7
5/7
6/7
আবার এটাও হতে পারে, ধোনি ফিরলেন। সেক্ষেত্রে কার্তিক বা রায়াডুর মধ্যে কাউকে বসানো হবে। সেই জায়গায় তিন নম্বরে খেলতে পারেন শুভমান গিল। বিরাট কোহলিই তাঁকে শংসাপত্র দিয়েছেন। ভারত অধিনায়ক জানিয়েছেন, এই বয়সে শুভমানের প্রতিভার ১০শতাংশও তাঁর ছিল না। সেই জায়গা থেকে দেখতে গেলে শুভমান আসতে পারেন দলে। বিশেষ করে বিশ্বকাপের আগে তাঁকে পরীক্ষা করে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
photos