করোনা সঙ্গে পাল্লা দিচ্ছে সোনাও, ৫০ হাজার ক্রস হলুদ ধাতু

Jul 02, 2020, 12:06 PM IST
1/5

একদিকে ভারত-চিন সংঘর্ষ। অন্য দিকে করোনাভাইরাস সংকট। আর তার জেরেই ক্রমেই মধ্যবিত্তের নাগালে বাইরে সোনার দাম। এবার ভরি-পিছু ৫০ হাজার টাকা পেরিয়ে গেল সোনার মূল্য।

2/5

গতকালই অবশ্য সেই 'মার্ক' ছুঁয়ে ফেলেছিল সোনা। গতকাল প্রতি দশ গ্রাম পাকা সোনার দাম ছিল ৫০,৩০০ টাকা। আজ তা আরও একটু লাফ দিয়ে হল ৫০,৪৮০ টাকা।

3/5

গয়না সোনার দাম গতকাল ছিল ৪৭ হাজার ৪৭১ টাকা। সেটা বেড়ে হল ৪৭ হাজার ৫০০ টাকা। আর সোনার দামের এই বৃদ্ধি ক্ষণস্থায়ী নয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।  

4/5

স্বর্ণ ব্যবসায়ীদের মতে, আগামী কয়েকদিনে সোনার এই আগুন দাম সামান্য হ্রাস পেতে পারে। কিন্তু আবারও বেড়ে যাবে হলুদ ধাতুর দাম।  

5/5

কিন্তু কেন এত বাড়ছে সোনার দাম? ভারত-চিন সংঘাতের আবহ, করোনাভাইরাস পরিস্থিতিতে টলমল অর্থনীতি- এসবের জেরে সোনায় লগ্নি করার দিকেই বেশি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। আর তার ফলেই হঠাত্ বাড়ছে চাহিদা। সেই কারণেই দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।