Howrah Station: ভেঙে ফেলা হবে চাঁদমারি ও বেনারস ব্রিজ! ১০০ কোটি খরচে আমূল বদলে যাবে হাওড়া স্টেশন...

Howrah Station: জনসংখ্যা বৃদ্ধির সাথে স্টেশনে যাত্রী চাপ বাড়তে থাকায় দেখা দেয় একাধিক সমস্যা। এখন হাওড়া স্টেশন যেহেতু ঐতিহ্যবাহী বিল্ডিং।

Jan 22, 2025, 17:36 PM IST
1/6

বদলে যাচ্ছে হাওড়া স্টেশন!

Howrah Station

দেবব্রত ঘোষ: যাত্রী পরিষেবা বাড়াতে হাওড়া স্টেশনের ইয়ার্ড রি-মডেলিং করা হচ্ছে। খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা। হাওড়া স্টেশনকে বলা হয় গেটওয়ে অফ ইস্ট। এই স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে আপ এবং ডাউনে প্রায় ৬০০টি ট্রেন চলে প্রতিদিন।   

2/6

বদলে যাচ্ছে হাওড়া স্টেশন!

Howrah Station

কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে স্টেশনে যাত্রী চাপ বাড়তে থাকায় দেখা দেয় একাধিক সমস্যা। হাওড়া স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্সে পূর্ণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্মের সংখ্যা কম থাকায় ট্রেন ঢুকতে বা বের হতে সমস্যা দেখা দেয়। এর পাকাপাকি সমাধান করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে পূর্ব রেল। যেখানে সালকিয়ায় ১২০ বছরের পুরনো বেনারস ব্রিজ এবং হাওড়া ময়দানের কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলা হবে।   

3/6

বদলে যাচ্ছে হাওড়া স্টেশন!

Howrah Station

তৈরি হচ্ছে নতুন ব্রিজ যাতে হাওড়া স্টেশন ঢোকার আগে ট্রেন লাইনের সম্প্রসারণ করা যায়। আগে যেখানে বেনারস ব্রিজের নিচে ট্রেন চলাচলের জন্য ৩৬ মিটার জায়গা ছিল সেটা বাড়িয়ে ৬৬ মিটার করা হচ্ছে। একইভাবে চাঁদমারি ব্রিজের নিচে লাইন পাতার  জায়গা ৬০ মিটার থেকে ১৩৪ মিটার করা হচ্ছে।  

4/6

বদলে যাচ্ছে হাওড়া স্টেশন!

Howrah Station

হাওড়া ডিভিশনের ডি আর এম সঞ্জীব কুমার জানান, যাত্রী পরিষেবা বাড়াতে হাওড়া রেল ইয়ার্ডের রি-মডেলিং হচ্ছে। বছর দেড়েক সময় লাগবে। প্রায় ১০০ কোটি টাকা খরচ হবে। পূর্ণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম কম থাকায় এক্সপ্রেস ট্রেন স্টেশনে ঢুকতে সমস্যা হয়। তাই সব প্লাটফর্ম পূর্ণ দৈর্ঘ্যের করা হবে। এছাড়াও অত্যাধুনিক নতুন ইন্টারলকিং সিস্টেম বসানো হবে।   

5/6

বদলে যাচ্ছে হাওড়া স্টেশন!

Howrah Station

ইয়ার্ডে চারতলা বাড়ি বানানো হবে। সেখান থেকেই ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও কবজ সিস্টেম চালু করা হবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার আরও জানিয়েছেন, হাওড়া স্টেশনের পাশের ডিআরএম বিল্ডিংরেল মিউজিয়ামের পাশে সরানো হচ্ছে।   

6/6

বদলে যাচ্ছে হাওড়া স্টেশন!

Howrah Station

কাজ পুরোদমে হচ্ছে। তবে হাওড়া স্টেশন যেহেতু ঐতিহ্যবাহী বিল্ডিং সেই কারণে বাইরের অংশের কোনও পরিবর্তন করা হবে না। যাত্রীদের সুবিধার জন্য ভিতরের অংশের কিছু পরিবর্তন করা হবে।