Potato Price: ৪০-এ হেঁসেল গরম, শীত শেষে আলুর দাম কমে মাত্র ২০!

Bangladesh: আমদানির খবরেই দাম পড়ে যাওয়ায় প্রমাণ হয় ব্যবসায়ী সিন্ডিকেট এতদিন ইচ্ছে করেই দাম বাড়িয়ে ক্রেতার পকেট ফাঁকা করেছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সরকার আলু আমদানির অনুমতি দেয়। 

Jan 22, 2025, 20:29 PM IST
1/5

এক ধাক্কায় কমল আলুর দাম

potato price hike

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজারে এখন ২০ টাকা কেজি দরে মিলছে আলু, যা একমাস আগেও ছিল ৬০ টাকার ওপরে। ভারত আলু আমদানির খবরেই বাংলাদেশের বাজারে কেজি প্রতি দাম কমে গেছে ১৫ থেকে ২০ টাকা। 

2/5

এক ধাক্কায় কমল আলুর দাম

potato price hike

দাম কমায় কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। বাজারে নতুন আলু কেজিপ্রতি ২০ থেকে সর্বোচ্চ ৩০ টাকায় কেনা যাচ্ছে। ৩০ টাকার আলু বাছাই করা বড় সাইজের। তবে গড়পড়তা আলুর দাম ২০ টাকা।

3/5

এক ধাক্কায় কমল আলুর দাম

potato price hike

বাংলাদেশে বেশিরভাগ সময় খুচরা বাজারে এক কেজি আলু ৬০ থেকে ৭০ টাকা দরে কিনতে হয়েছে। আলুর দাম নিয়ন্ত্রণে বাধ্য হয়ে পণ্যটির আমদানি শুল্ক কমিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর আমদানিও হয়েছে কিছুটা। তবে বাজারে এর প্রভাব দেখা যায়নি, বরং দাম বেড়েছে।

4/5

এক ধাক্কায় কমল আলুর দাম

potato price hike

তিন দিন আগেও যেখানে রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বাজারে ১ কেজি আলু কিনতে ক্রেতাকে গুনতে হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা, সেখানে এখন দাম কমে ১ কেজি আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা।

5/5

এক ধাক্কায় কমল আলুর দাম

potato price hike

প্রসঙ্গত, বাংলাদেশে সরবরাহ কমের অজুহাতে দেশে আলুর দাম বেড়ে গেলে বাজার নিয়ন্ত্রণে গত বছরের ৩০ অক্টোবর সরকার আমদানির অনুমতি দেয়। আমদানির মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।