চিনকে ট্রাম্পের হুমকির পর ভারতে রেকর্ড ছুঁলো সোনার দাম
Aug 03, 2019, 12:22 PM IST
1/6
s 6
মার্কিন রাষ্ট্রপতির হুঁশিয়ারির প্রভাব পড়ল সোনার দামে। শুক্রবার ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম হল ৩৬,৩২৭ টাকা।
2/6
S 5
শনিবার ফের বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে টাকার দাম পড়ার কারণেও ওই দামবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
photos
TRENDING NOW
3/6
S 4
বৃহস্পতিবার ঘোষণা করেন, চিনের সামগ্রী আমদানির ক্ষেত্রে অতিরিক্ত কর বসানো হবে। ওই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২.৫ শতাংশ বেড়ে যায়।
4/6
S 3
মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০০ বিলিয়ন ডলারের ব্যবসা করে চিন। তার ওপরে ১০ শতাংশ অতিরিক্ত কর বসানোর কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তার পরই চরচড়িয়ে বেড়ে যায় সোনার দাম।
5/6
S 2
ট্রাম্প আরও বলেন চিনের সঙ্গে বাণিজ্য সমঝোতা না হয় তাহলে আরও বেশি কর বসবে চিনা পণ্যের ওপরে।
6/6
s 1
এদিকে সোনার দামের বৃদ্ধি থামছে না। শনিবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৬,৬৫০ টাকা।