Gold Rate Today: আরও কমল সোনার দাম, বাজেটের পর থেকে কতটা 'সস্তা' হল সোনা?

Gold Price Today: বাজেটে সোনা ও রুপোর উপর থেকে ৬ শতাংশ কাস্টমস ডিউটি কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

Feb 03, 2025, 16:02 PM IST
1/6

'সস্তা' হল সোনা?

Gold Price Today

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজেটের দিন রেকর্ড ছুঁয়ে ফেলেছিল সোনার দাম। কিন্তু তারপর থেকে এই ২ দিনে সোনার দামের পতন জারি।

2/6

'সস্তা' হল সোনা?

Gold Price Today

রবিবারের পর সোমবার ফের কমল সোনার দাম। যদিও খুব সামান্য-ই কমেছে দাম। কিন্ত বাজেটের পর থেকেই দেখা যাচ্ছে, সোনার দামের ট্রেন্ড নিম্নমুখী।

3/6

'সস্তা' হল সোনা?

Gold Price Today

বাজেটের দিন কলকাতায় গয়নার সোনার দাম প্রায় ৮০ হাজার ছুঁয়ে ফেলেছিল। এই ২দিনে সেখান থেকে খানিকটা কমেছে দাম।

4/6

'সস্তা' হল সোনা?

Gold Price Today

আজ কলকাতায় ১ ভরি ২২ ক্যারেট সোনা (গয়নার সোনা)-র দাম ৭৭,০৫০ টাকা। ২৪ ক্যারেটের ১ ভরির দাম ৮৪,০৫০ টাকা।

5/6

'সস্তা' হল সোনা?

Gold Price Today

তবে বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের মরশুম শুরু হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সোনার চাহিদা বাড়বে। ফলে বাড়বে দামও।

6/6

'সস্তা' হল সোনা?

Gold Price Today

বিশেষজ্ঞরা এটাও বলছেন যে, ২০২৫-এ পরবর্তী সময়ে সোনার দাম বিশাল বাড়তে চলেছে। তাই এখনই এত খুশি হওয়ার কিছু নেই!