Abhishek Sharma: অভিষেকের আগুনে ভস্মীভূত সব রেকর্ড! তাণ্ডবলীলা চালিয়ে ইতিহাস যুবির শিষ্যর...

Abhishek Sharma:  টি-২০ ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেতে ভারতের সবচেয়ে বেশি রান উঠল এদিন। ৬ ওভারের শেষে ৯৫ রান তুলেছিল ভারত।

Feb 03, 2025, 14:19 PM IST
1/6

সিরিজ জয়ী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪-১ ফলে সিরিজ জয়ী ভারত। রবিবার ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। বলা চলে নিয়ম রক্ষার ম্যাচ। শামির ঝুলিতে আসল তিনটি উইকেটও। 

2/6

লাইম লাইট

কিন্তু এই ম্যাচের লাইম লাইট সম্পূর্ণ কেরে নিয়েছিলেন অভিষেক শর্মা। ভারতীয় হিসাবে টি-২০তে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন তিনি।

3/6

টি-২০

এছাড়াও টি-২০র এক ইনিংসে ভারতীয় হিসাবে সর্বোচ্চ করলেন, শুভমান গিলকে টপকে। ভারতের হয়ে একটি টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারারও নজির গড়লেন তিনি। তবে অল্পের জন্যই রোহিত শর্মার রেকর্ড ছুঁতে পারলেন না অভিষেক।

4/6

১৭ বলে

মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। সেঞ্চুরি পূর্ণ করেন ৩৭ বলে।   

5/6

পাওয়ার প্লে

ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-র মধ্যেই ৫৮ রান করেছেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে এই রান সর্বাধিক। 

6/6

সেঞ্চুরি করেছেন

১০.১ ওভারের মাথায় নিজের সেঞ্চুরি করেছেন অভিষেক। যা এক ইনিংসে ওভারেরে নিরিখে দ্রুততম। পাশাপাশি ওয়াংখেড়েতে ৬ ওভারে উঠেছে ৯৫ রান। এর আগে ২০২১ সালে দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৮২ রান করেছিল ভারত। এক সঙ্গে এতগুলি রেকর্ড সম্ভব হয়েছে তরুণ প্লেয়ার অভিষেকের কারণেই।