ক্যানসারে বাদ যায় পা, জীবনের দৌড়ে তবুও প্রথম এই মডেল

Oct 29, 2018, 19:47 PM IST
1/7

পা নেই, তবু জীবনের দৌড়ে প্রথম

Model_1

অসাধ্য কে জয় করার অদম্য ইচ্ছে মনের মধ্যে থাকলে তাকে যে অনায়াসেই জয় করা যায়, তা আরও একবার প্রমাণ করে দেখালেন ফিলাডেলফিয়ার ২৯ বছর বয়সী মডেল তেসা সিনডার।

2/7

পা নেই, তবু জীবনের দৌড়ে প্রথম

Model_2

মাত্র ১১ বছর বয়সে তেসা ক্যান্সারে আক্রান্ত হন। সেই মারণ রোগ যাতে শরীরের আর কোথাও থাবা না বসাতে পারে তাই তেসার একটি পা বাদ যায়। এরপর দৈনন্দিন জীবনে লড়াই চালানোর জন্য একটি কৃত্রিম পায়ের সাহায্য নেন।

3/7

পা নেই, তবু জীবনের দৌড়ে প্রথম

Model_3

তেসা তার জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেছে যে, এই কৃত্রিম পা সংযোজনের ব্যাপারটি তার কাছে মোটেও আনন্দকর ছিল না, বিশেষ করে স্কুলে বা অন্য কোথাও নিজেকে বেমানান বলে মনে হতো।

4/7

পা নেই, তবু জীবনের দৌড়ে প্রথম

Model_4

তবে অনেক বাধা বিপত্তি পেরিয়ে প্রায় ২০ বছর পর তেসা, এই কৃত্রিম পা টি কে মন থেকে গ্রহণ করেছে এবং নিজের শরীরের অংশ বলে মেনে নিয়েছে।

5/7

পা নেই, তবু জীবনের দৌড়ে প্রথম

Model_5

তেসা আজ দুই সন্তানের মা এবং সেই সাথে এক সফল মডেল‌ও বটে।

6/7

পা নেই, তবু জীবনের দৌড়ে প্রথম

Model_6

তেসা নিজের কৃত্রিম পা সম্পর্কে বলতে গিয়ে স্বীকার করেছে, যে , কৃত্রিম পা টি ছিল বলেই আজ সে কারোর উপর নির্ভরশীল নন।  

7/7

পা নেই, তবু জীবনের দৌড়ে প্রথম

Model_7

এই পায়ের সাহায্যেই স্বাধীন এবং স্বতঃস্ফূর্তভাবে স্বামী-সন্তানের সঙ্গে সুন্দরভাবে জীবন অতিবাহিত করছেন তিসা।