Ganesh: জাপানে কাঙ্গিতেন, পূজিত হন আফ্রিকাতেও, মুসলিম দেশের নোটেও বিরাজমান বাপ্পা

Sep 10, 2021, 22:46 PM IST
1/6

জাপানে গণেশ

Ganesh In Japan

নিজস্ব প্রতিবেদন: গণপতি বাপ্পার পুজো শুধু ভারতে হয় না। বরং গণেশ নানা নামে পূজিত হন বিশ্বের অন্যান্য দেশেও। এই যেমন জাপানে গণেশ 'কাঙ্গিতেন'। বৌদ্ধধর্মের সঙ্গে জড়িত তিনি। তাঁর রূপ অনেকটাই আলাদা। এখানে তাঁর দুই হাত। মুখের গড়নও আলাদা। 

2/6

শ্রীলঙ্কায় গণেশ

Ganesh in Sri Lanka

শ্রীলঙ্কায় আবার গণপতিবাপ্পা 'পিল্লয়ার' নামে খ্যাত। রয়েছে ১৪টি প্রাচীন মন্দির। কলম্বোর কাছেই রয়েছে গণেশ-মন্দির। বৌদ্ধ মন্দিরেও দেখা মেলে তাঁর।   

3/6

থাইল্যান্ডে গণেশ

Ganesh in Thailand

থাইল্যান্ডে বাপ্পার নাম 'ফ্রা ফিকানেত'। সে দেশের মানুষের বিশ্বাস, ফ্রা ফিকানেত সমস্ত বাধা দূর করে সৌভাগ্য আনেন। শিক্ষা ও কলাক্ষেত্রে সমৃদ্ধির জন্যেও পূজিত হন।  

4/6

তিব্বতে গণেশ

Tibet ganesh

তিব্বতে বৌদ্ধ সংস্কৃতির অংশ লাল গণেশ। সেখানে তাঁর নাম- সগ জি ডাগ পো। তাঁর দশভূজা।    

5/6

ইন্দোনেশিয়ার নোটে গণেশ

indonesian currency ganesh

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় ২০ হাজারের নোটে বিরাজমান গণেশ। সেখানে গণেশ জ্ঞান ও সম্পদের  প্রতীক। 

6/6

ঘানায় গণেশ

Ganesh Puja in Ghana

আফ্রিকার ঘানায় প্রসিদ্ধ গণেশ। আফ্রিকানরা পুজো করেন। এর পাশাপাশি মরিসাস, কানাডা, জার্মানি, সুরিনামেও পূজিত হন বাপ্পা। ভক্তদের বিশ্বাস, যে নামেই ডাকুন না কেন তিনি বিঘ্নহর্তা।